নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - গাঁজা বেআইনি হওয়া সত্ত্বেও, গাঁজার প্রতি আসক্তি বহু মানুষের। ফলে বেআইনি ভাবে প্রতিনিয়তই হয়ে চলে গাঁজা পাচার। তবে প্রশাসনের কানে এই খবর খুব কমই যায়। তবে গতকাল রাতে খবর পেতেই ব্যারাকপুর রহড়া থানা এলাকায় হানা দেয় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এরপরই তারা ওই এলাকা থেকে উদ্ধার করে ৭৬ কেজি গাঁজা সহ গাঁজা পাচারকারী শেখ সামসুদ্দিন মন্ডলকে। যদিও মূল পাচারকারী শুকুর মন্ডল এখনও অধরা।
সূত্রের খবর, রহড়া থানা এলাকায় দীর্ঘদিন ধরে শুকুর মন্ডল ওরফে রাজা নামে এক গাঁজা পাচারকারীর নামে অভিযোগ উঠছিল। কিন্তু অজ্ঞাত কারণে রহড়া থানার পুলিশের তরফে অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। ফলে খবর পেতেই এই ঘটনায় হস্তক্ষেপ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এবং গোয়েন্দা বিভাগের তরফে অভিযান চালানো হয় গোটা এলাকায়। অভিযান চালানোর সময় মূল অভিযুক্ত শুকুর মন্ডল পালিয়ে যেতে সক্ষম হয়। গোয়েন্দা বিভাগের কাছে ধরা খায় শেখ সামসুদ্দিন।
সোমবার ধৃত সামসুদ্দিনকে ব্যারাকপুর মহকুমা আদালতে মাদক পাচারকারী মামলায় হাজির করা হবে। যেখানে আদালতের কাছে সামসুদ্দিনকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে গোয়েন্দা বিভাগ। সামসুদ্দিনকে হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে বাকি পাচারকারীদের। তবে, এই তদন্তে রহড়া থানার পুলিশ কতটা গুরুত্ব দিয়ে গোয়েন্দা বিভাগকে সাহায্য করবে তা নিয়ে বিশেষজ্ঞ মহলে উঠছে প্রশ্ন।
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
নতুন আলো আমাদের জীবনে এক অনন্য ছায়া যোগ করতে চলেছে, পোস্ট অভিনেত্রীর
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য