নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - শহরের ব্যস্ততম এলাকায় বড়োসড়ো চুরির ঘটনা ঘটলো। ঘটনাটি পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন একটি মোবাইল দোকানের।শহরের প্রাণকেন্দ্রে ঘটা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জনবহুল এলাকায় অবস্থিত বহুজাগতিক সংস্থার মোবাইল দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়।প্রায় ২৫ লক্ষ টাকারও বেশি মোবাইল ফোন চুরি করে নিয়ে চম্পট দেয় চোরের দল। এর পরবর্তীতে সকালে দোকানে ঢুকতেই মাথায় হাত পরে মালিকের।
পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা থেকে শুরু করে পুলিশ সুপার সহ জেলাশাসকের দফতর তারই মধ্যে জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কিত অবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, পুরুলিয়া শহরের ৩ নং ওয়ার্ডের এই মোবাইল দোকান থেকে কিছুটা দূরে কয়েকদিন আগে এটিএম কাউন্টার ভেঙে ৩০ লক্ষ টাকা লুঠ করে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা।
এ প্রসঙ্গে,দোকানের মালিক জানিয়েছেন, মোট কত টাকা চুরি হয়েছে তা এখনো গোনা সম্ভব হয়ে ওঠেনি, তবে প্রাথমিক ভাবে অনুমান চুরি হওয়া মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
স্থানীয় কাউন্সিলর সুনয় কবিরাজ জানিয়েছেন, এই চুরির ঘটনায় এলাকার ব্যাবসায়ীরা আতঙ্কিত। জনবহুল এই এলাকায় এরূপ চুরির ঘটনায় সকলেই আতঙ্কিত। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে