নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর – চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ মালিক ও শ্রমিকপক্ষের। এই সংঘর্ষ হাতাহাতিতে থেমে থাকেনি চলেছে গুলি। গুলিবিদ্ধ হয়েছে প্রায় ১৩ জন শ্রমিক। অপরদিকে বাগানের দুই কর্মী তিরবিদ্ধ হয়েছেন বলে খবর।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকার পিয়ারেলাল চা বাগানে।
সূত্রের খবর , পিয়ারেলাল চা বাগানের মালিক বাগানটিকে স্থানীয় কিছু লোকের কাছে বিক্রি করে দেন। দীর্ঘদিন ধরেই সেখানে কর্মরত শ্রমিকরা ওই বাগানের পাশেই অস্থায়ীভাবে বসবাস করতেন। এরপর দীর্ঘদিন ধরে নতুন মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে বাগান দখলকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। এই নিয়ে একাধিক বার আন্দোলনেও নামেন আদিবাসীরা।সোমবার সেই বাগান দখলকে কেন্দ্র করে নতুন মালিকপক্ষ ও আদিবাসী শ্রমিকদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়।
এই ঝামেলায় গুলি চালানোর অভিযোগ ওঠে মালিকপক্ষের বিরুদ্ধে।এই গুলিতে আহত হয় ১৩ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। এই ঘটনায় এখনও পর্যনন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।এই ঘটনায় আর কে কে জড়িত সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে।
চা বাগানে কর্মরত এক আদিবাসী শ্রমিক বলেন ,”আমরা দীর্ঘদিন ধরে ওই বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু তৃণমূলের এলামুল হক জোর করে ওই বাগান দখল করেন। বাগানে আদিবাসীদের ঘর রয়েছে। কিন্তু গুলি করে আমাদের বাগান থেকে বের করে দেওয়া হয়।”
অপরদিকে বর্তমান বাগান মালিকের দাবি, “আমি নির্দিষ্ট টাকা দিয়ে বাগান কিনেছি। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এই ঝামেলা চলছে। বহিরাগত কিছু আদিবাসীরা বাগান নিয়ে অশান্তি ছড়াচ্ছে।এখনও এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে।”
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার