নিজস্ব প্রতিনিধি , কলকাতা- এসএসসির পর এবার বাম আমলের খাদ্য দফতরে নিয়োগে দুর্নীতি কথা প্রকাশ্যে এলো।বেনিয়মের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায়, বাম আমলে চাকরিপ্রাপ্ত ৬১৪ জন গ্রুপ ডি কর্মীকে বরখাস্ত করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর।
২০০৮ সালে বামফ্রন্টের আমলে 'গ্রুপ ডি' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। লক্ষাধিক আবেদন জমা পরে।২০১০ সালে ৬১৪ জনকে নিয়োগ করা হয়।গ্রুপ ডি'র এই কর্মীদের নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হয়েছিল। এর জন্য কোনও লিখিত পরীক্ষা হয়নি। সরকারি সার্ভিস কমিশনের মাধ্যমে না করে, খাদ্য দফতর সেই সময় নিজেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে বলে জানা গেছে। একদিনে ৮০০ জনের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হয়েছিল।
এরপর এই নিয়োগের বিরুদ্ধে ২০১২ সালেই স্যাটে মামলা হয়েছিল। স্যাট প্রথমে মামলাটিকে হাই কোর্টে পাঠায়। ২০১৬ সালে হাই কোর্টে তত্কালীন বিচারপতি নিশীথা মাত্রের বেঞ্চ পর্যবেক্ষণ দেয়, একদিনে ৮০০ জনের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা একটা প্রহসন ছাড়া কিছুই নয়।এরপর ২০১৬ সালের ১০ জুন হাইকোর্ট মামলাটি স্যাটে পাঠানোর নির্দেশ দেয়।স্যাট হাই কোর্টের পর্যবেক্ষণ তুলে ধরেই রায় দিয়েছে।
সংশ্লিষ্ট সিলেকশন বোর্ডের পাঁচ সদস্য সহ এই প্রক্রিয়ায় যুক্ত অন্যান্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে স্যাট। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরুর কথা বলা হয়েছে।
এমনকি ২০১০ সালে নিয়ম ভেঙে যে ৬১৪ জনকে নিয়োগ করা হয়েছিল তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে। বরখাস্ত করার জন্য ৮ সপ্তাহের সময়সীমাও বেঁধে দিয়েছে স্যাট।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন