নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মায়েরা বরাবরই তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য প্রাণপণ প্রচেষ্টা করেন , কর্ম করে সন্তানের শুভ কামনায় বরাবরই সচেষ্ট মায়েরা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানেরা প্রতিষ্ঠিত হওয়ার পর বিদেশি পাড়ি জমান, সেই সঙ্গে ভুলে যান মায়ের পরিশ্রমকে। বরাবরের মতো সেই মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে। তবে এবারে এক ব্যতিক্রমী দৃশ্য ধরা পরল!
সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এক ব্যক্তির একাধিক ছবি। পেশায় ব্লকচেন ডেভেলপার দত্তাত্রয় জে মা-কে সিঙ্গাপুর বেড়াতে নিয়ে গেছেন। মাকে নিয়ে অন্য দেশের পৃথিবী দেখার ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর মা-ছেলের সেই বিদেশের ভ্রমণের ছবি সকলের মন ছুঁয়ে গিয়েছে।
বিদেশ তো অনেক দূর। নিজের গ্রামের বাইরে পা রাখারই সুযোগ হয়নি তার মায়ের, সংসারের জাঁতাকলে পরে দিন কেটে গিয়েছে। ছেলেকে মানুষ করার জন্যে সর্বোতভাবে চেষ্টা করেছেন, আর সেই কাজে সফলও হয়েছেন। সুপ্রতিষ্ঠিত ছেলে কর্মসূত্রে থাকেন সিঙ্গাপুরে। যদিও ভারতে তিনি কোথাকার বাসিন্দা সেবিষয়ে জানা যায়নি। তবে সেই ভারতীয় সুপুত্র সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। আর ফেরার পথেই মাকে নিয়ে তিনি সিঙ্গাপুরে যান। এরপর সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় মায়ের সঙ্গে ঘুরে বেড়ানোর ছবিই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
মাকে নিয়ে তিনি সিঙ্গাপুরের বিভিন্ন সুন্দর জায়গা ও নিজের অফিস ও শহর এলাকায় ঘুরে দেখান। এপ্রসঙ্গে মায়ের সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, "মা যে কতটা খুশি হয়েছেন ।
বাবাকে হারানোর পরই দত্তাত্রয় মায়ের জন্য অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পরেন। তাই মায়ের মতো যদি বাবাকেও অন্য দেশ ঘোরানোর সুযোগ পেতেন সেবিষয়ে আফসোসও করেছেন তিনি।আসলে মা-বাবা সন্তানকে সবটুকু উজাড় করে বড় করার চেষ্টা করেন। তাই সেই সন্তানও যখন একইভাবে বাবা-মা-র ততটাই যত্ন নেয় তখন তাদের কাছে সেটাই আসল প্রাপ্তি।
তাই নিজের মতো ওই যুবক বিদেশে থাকা অন্যান্য ছেলেমেয়েদেরও মা-বাবা-কে সেদেশে ঘুরতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি লেখেন, "বিশ্বাস করুন, তাদের আনন্দ মাপতে পারবেন না।"
কার্যত তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় এক ইনস্পিরেশন হিসেবে কাজ করছে আধুনিক যুবক-যুবতীদের মধ্যে ।সেইসঙ্গে পোস্ট গুলির লাইক ও শেয়ার অগণিত সংখ্যায় ঘটছে।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা