নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - কর্মীনিয়োগের দূর্নীতির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসল তিনটি জমিদাতা পরিবার। নিতুরিয়ার রায়বাঁধ অঞ্চলের ভিরিঙ্গি গ্রামের ঘটনা।
বৃহস্পতিবার সকালে ভিরিঙ্গি ওয়াটার করিডর মেন গেটের সামনে অনশনে বসেছে বিক্ষুব্ধ ভিরিঙ্গিবাসী নেপাল ভান্ডারী, প্রতাপ সিং , বিমল ভান্ডারী সহ পরিবারের লোকজন। বাচ্চা কোলে নিয়ে কাজের দাবীতে অনশনে সামিল মহিলারাও।
অনশনকারীদের দাবি , জমিহারা পরিবার থেকে নিয়োগ করতে হবে। দূর্নীতিভাবে কর্মী নিয়োগ করা চলবে না। একই পরিবারে বার বার কর্মী নিয়োগ নিয়েও সোচ্চার হয়েছেন অনশনকারীরা।
অনশনকারীদের মধ্যে নেপাল ভাণ্ডারী জানান , 'সাঁওতালডির এসটিপিএস-এর জেনারেল ম্যানেজারকে আমরা আমাদের দাবি জানিয়ে লিখিতভাবে জানিয়েছি। পত্রে লেখা রয়েছে ২৩শে জুন থেকে আমরা তিনটি পরিবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসব। এছাড়াও দুই দিনের মধ্যেই আলোচনা না হলে বৃহত্তর আন্দোলনে নামব'।
অনশনকারীরা বলেন , 'আমরা কাজ পাচ্ছি না , আর কারও বাড়িতে আটটা চাকরি রয়েছে। ইনটেক পাম্প হাউসে বিগত কয়েক বছর আগে অপারেশন বিভাগে ৮ জন নিয়োগ করা হয়। তারমধ্যে কৃষ্ণকান্ত ভট্টাচার্য , যার বয়স বর্তমানে ৬০ বছরের উর্দ্ধে। তিনি গত মাসের ২৫ মে পর্যন্ত কাজ করেছেন এবং টেন্ডার অনুযায়ী ৩০ শে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বৈধ থাকা সত্ত্বেও এসটিপিএস কর্তৃপক্ষ কৃষ্ণকান্তের স্থানে অন্য একজনকে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয় কৃষ্ণকান্তবাবুর বেতনও বন্ধ করে দেওয়া হয়। পত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রঘুনাথপুরের মহকুমাশাসক , নিতুরিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং নিতুরিয়া থানার ও সি কেও'।
অনশনকারীরা জানায় , 'বৃহস্পতিবার সকাল থেকে আমরা অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছি। সন্ধ্যা পর্যন্ত জলস্পর্শ করিনি। বাচ্চা-মহিলা সহ পরিবারের লোকজনের যদি কোনও শরীর খারাপ হয় তাহলে এর জন্য দায়ী এসটিপিএস কর্তৃপক্ষ। যতক্ষন না পর্যন্ত কোনও সদুত্তর পাচ্ছি আমরা এখানেই পরে থাকব বলে জানায় অনশনকারীরা'। তবে এই ঘটনার জেরে নিতুরিয়া থানার পুলিশ সকাল থেকেই উপস্থিত ছিলেন ঘটনাস্থলে।
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
গবাদি পশুর খাদ্য খরচ সহ আনুষাঙ্গিক খরচের পরিমান বাড়ায় এই মূল্যবৃদ্ধি
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য