নিজস্ব প্রতিনিধি , লন্ডন - বন্ধ হয়ে গেলো ট্যুইটারের ব্লু টিক সার্ভিস । কিছুদিন আগেই ট্যুইটারের কর্তৃপক্ষের তরফে ট্যুইটার অ্য়াকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক পাওয়ার জন্য যে মাসিক সাবস্ক্রিপশন মডেলের ব্যবস্থাপনা ছিল তা বন্ধ করে দেওয়া হল । ব্যবহারকারীদের দাবি এভাবে চট জলদি নিত্যনতুন নিয়ম লাগু করেন তা কয়েকদিনের মধ্যেই প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে ।
গত মাসেই টেসলার মালিক ইলন মাস্ক ৪৪ কোটি বিলিয়ন ডলারের পরিবর্তে ট্যুইটার অধিগ্রহণের পর থেকেই ট্যুইটারে কর্মচী ছাঁটাই থেকে শুরু করেন নানানরকম অভ্যন্তরীণ পরিবর্তন আনেন । সেরকমই একটি কাজ হল ট্যুইটারে ব্লু টিকের পরিসেবা চালু করা । চলতি সপ্তাহের শুরুতেই বৃহস্পতিবারে ট্যুইটারের কর্তৃপক্ষের তরফে মাসিক ৮ ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ‘ব্লু টিক’ দেওয়ার নিয়ম চালুর কথা চলছিল । কিন্তু কয়েকদিনের মধ্যেই একাধিক ভুয়ো অ্যাকাউন্টের কারণে এই পরিকল্পনা প্রত্যাহার করা হয় ।
ট্যুইটারে মূলত সেলিব্রিটিদের স্বার্থেই এই ব্লু টিক পরিসেবা চালুর কথা চলছিল যা জনমানবে তাদের অথেন্টিসিটি প্রমাণ করবে । কিন্তু , এই নতুন পরিষেবাটি চালু হওয়ার পর থেকেই একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেগুলো নিজেদেরকে বড় বড় ব্রান্ডের অফিসিয়াল অ্যাকাউন্ট বলে দাবি করছে ।
এরকম একই পদ্ধতিতে ট্যুইটার ব্লুৃ-র সাবস্ক্রিপশন নিয়ে একাধিক সেলিব্রেটিদের নামেও ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে রাতারাতি তা ভেরিফায়েড অ্যাকাউন্ট বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে । সেইসঙ্গে ভ্রান্ত তথ্যও সকলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে । এই সমস্যার থেকে নিষ্কৃতি পেতেই ব্লু টিক পরিসেবা বন্ধের সিদ্ধান্ত ।
এত বছর ধরে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ নিউজিল্যান্ডের মতো কয়েকটি হাতে গোনা দেশেই শুধুমাত্র আইওএস প্ল্যাটফর্মেই ট্যুইটার ব্লুৃ টিকের পরিষেবাটি রয়েছে । ব্লুৃ টিকের পরিষেবা বন্ধ হওয়ার পর থেকে কিছু নতুন নিয়ম লাগু হয়েছে । একাউন্ট খোলার ক্ষেত্রে যাদের আগে থেকেই ট্যুইটারে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্যও নতুন নিয়ম গুলো প্রযোজ্য না হলেও যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য ভেরিফিকেশনের ক্ষেত্রে কিছু নিয়ম যোগ করা হতে পারে ।
সম্প্রতিই ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, ট্যুইটারে একাধিক নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নতুন আপডেটে আগের মতো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার ব্যবস্থাও তুলে নেওয়া হবে। কিন্তু ট্যুইটার ব্লু পরিষেবা চালু হতেই যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ভুয়ো অ্যাকাউন্টের সমস্যা, তাতে ফের ট্যুইটারের নিয়মে পরিবর্তন আনা হতে পারে।