নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - আর মাত্র কয়েকটা দিন বাকি দক্ষিণ দিনাজপুর বিধানসভা ভোটের। ইতিমধ্যেই প্রার্থীরা সব মনোনয়ন পত্র জমা দিতে শুরু করেছে।
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র গঙ্গারামপুর মহাকুমার শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন।
বুনিয়াদপুর ফুটবল ময়দান থেকে বিশাল মিছিলের মাধ্যমে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান বিপ্লব বাবু। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থক। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিপ্লব মিত্র মনোনয়ন পত্র জমা দিতে প্রবেশ করেন।
সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তার সাথ দিয়েছেন, তাতে তিনি সত্যিই অনুপ্রাণিত। সাধারণ মানুষ চাই তৃণমূল সরকার ক্ষমতায় আসুক।
এদিন বিপ্লব মিত্রের পাশাপাশি কুশমন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী রেখা রায় ও হরিরামপুর বিধানসভার বাম জোট প্রার্থী রফিকুল ইসলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন।