নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভোট পরবর্তী হিংসার জেরে যেখানে জেলায় জেলায় যেখানে সন্ত্রাসের ছবি উঠে আসছে ঠিক সেই সময়ই বিষ্ণুপুর গ্রামে দেখা গেলো এক অনন্য ছবি। গ্রামের মানুষেরা চাঁদা দিয়ে গড়ে তুলছে এক অসহায় বৃদ্ধ মহিলার বাসস্থান। এই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত প্রধান তাসমিনা খাতুনের দাবি , তাকে এই বিষয়ে কোনো খবর জানানো হয়নি। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের এমন কথায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরে এক বৃদ্ধা মহিলা ও তার মেয়ে বাস করতেন এক ভাঙা কুড়ে ঘরে। একটু আবহাওয়ার পরিবর্তনে তাদের প্রাণ বাঁচানোর জন্য ঠাই নিতে হতো প্রতিবেশীদের বাড়িতে। বহু বার ওই বৃদ্ধা মহিলা পায়ে হেঁটে গিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের কাছে ও বিডিও অফিসে তার একটি থাকার মত বাসস্থান পাওয়ার আশায়। কিন্তু হয়নি কোনো সুরাহা। এবং তারপরই তাদের কষ্ট না দেখতে পেরে গ্রামের মানুষেরা চাঁদা তুলে ব্যাবস্থা করে দিচ্ছেন একটি বাড়ির। এ বিষয় সামনে আসতেই শুরু হয়েছে শাসকদল ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব।
এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান তাসমিনা খাতুনের দাবি , ওই মহিলা কখনো আমার কাছে আসেননি। এখনও পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি। গ্রামে সার্ভে করা হয়েছে কেন্দ্র সরকার ঘর ছাড়লে উপযুক্ত ব্যাক্তিরা তা নিশ্চই পাবেন।
অন্যদিকে বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস বলেন, " সাধারণ মানুষের চোখ খুলে গিয়েছে কিন্তু তৃণমূলের চোখ এখনো খোলেনি। তিনি অভিযোগ করেন তৃণমূল ক্ষমতায় এসেছে উন্নয়ন করার জন্য না শুধু মাত্র সাধারণ মানুষকে লুঠ করার জন্য।"
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান