নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - চতুর্থ দফা ভোটের সকালে উত্তপ্ত শীতলকুচি। সিআরপিএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে শীতলকুচির জোড় পাটকি এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত ৪।
শীতলকুচি ১২৬ নম্বর বুথের বাইরে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ বাহিনীর গুলিতে মৃত ৪ জন তৃণমূল সমর্থক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় তৃণমূল কর্মীরা জানিয়েছেন, বিজেপির হয়ে দালালি করছে কেন্দ্রীয় বাহিনী। মোট ৮ জনের গুলি লেগেছে বলেও দাবি করেছে তারা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চারজন গুলিবিদ্ধের, বাকি চার আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।