ছাদ থেকে পরে রহস্যজনক ভাবে মৃত্যু হল কাপড়গলির ব্যবসায়ীর

অক্টোবর ২০, ২০২২ দুপুর ০৩:১৭ IST
635118b6bc7f4_IMG-20221019-WA0015

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ছাদ থেকে পরে রহস্যজনক ভাবে মৃত্যু হল পুরুলিয়া শহরের চকবাজারের এক ব্যবসায়ীর। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের মধ্যবাজার এলাকায়। ওই ব্যবসায়ীর নাম অমিত কুমার ডাগা , বয়স ৪০ বছর।

যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে কিভাবে ওই যুবক ছাদ থেকে পরল। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , পুরুলিয়া শহরের কাপড়গলির ওই ব্যবসায়ী বেশ হাসিখুশি থাকতো সকলের সঙ্গে। কি এমন হলো যে হঠাৎই ছাদ থেকে পরে মারা গেল , তা নিয়েও রহস্য দেখা দিয়েছে। যদিও পরিবার সূত্রে এই বিষয়ে কোন কিছু জানাতে চাইনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরেই।

ভিডিয়ো

Kitchen accessories online