নিজস্ব প্রতিনিধি , বীরভূম - স্কুলের পড়া না করায় কয়েকজন ছাত্রীকে কান ধরিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন শিক্ষক উত্তম কুমার সাহা ৷ যার ফলে পরেরদিন রাস্তায় শিক্ষককে কাঠ দিয়ে মারধরের অভিযোগ উঠল এক ছাত্রীর বাবা ও পার্শ্ব শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার সকালে ঘটা বীরভূমের পাড়ুইয়ের বাঁধনবগ্রাম গান্ধী উচ্চ বিদ্যাপীঠের এই ঘটনার প্রতিবাদে এ দিন স্কুলের অন্যান্য ছাত্রীরা বিক্ষোভ দেখায়। ওই পার্শ্বশিক্ষিকা ও তার স্বামীর শাস্তির দাবি করেন। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা অভিযুক্ত অবিভাবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সমগ্র-ছাত্রীরা একত্রিত হয়ে স্কুল ময়দানে বসে দফায় দফায় বিক্ষোভ দেখান। পাশাপাশি বিক্ষোভ দেখায় ছাত্রীর অভিভাবকেরাও।শিক্ষক উত্তম কুমার সাহাকে মারধরের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্ত্বর ৷ স্থানীয় লোকজনও সেই বিক্ষোভে সামিল হন ৷ স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি এ নিয়ে পাড়ুই থানায় একটি অভিযোগ দায়ের করেছে ৷ পাশাপাশি, ওই ছাত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে ৷
এদিকে হইহট্টগোল, বিক্ষোভের জেরে স্কুলের পঠনপাঠন শিকেয় ওঠে। পরে পাড়ুই থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিনই স্কুলের তরফে স্কুলের ওই পার্শ্বশিক্ষিকা এবং তার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। যদিও অভিযুক্তেরা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসঙ্গত , সোমবার নবম শ্রেণির পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন ইতিহাসের শিক্ষক উত্তম। কয়েক জন পড়ুয়া পড়া না-পারায় ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেন শিক্ষক। তাদের মধ্যে এক ছাত্রীর মা শিখা চট্টোপাধ্যায় এই স্কুলের পার্শ্ব শিক্ষিকা ৷ বাড়ি গিয়ে বাবা-মা’কে ছাত্রীটি বিষয়টি জানায় ৷অভিযোগ, তার জেরে এ দিন স্কুল আসার পথে উত্তমকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন ওই দম্পতি। ঘটনায় হাত ভেঙে গিয়েছে শিক্ষককের ৷ তার পিঠ ও মাথায় আঘাত লেগেছে ৷ তিনি বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি ।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান