নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ক্লাসে ছাত্রকে শাসন করেছিলেন স্কুলের শিক্ষক । ছাত্রের কান মুলে দিয়ে ওঠবোস করতে বলেছিলেন। সেই কারণে টিচার্স রুমে গিয়ে ওই শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল ছাত্রের অভিভাবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে। এই ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে শ্যামপুর থানার পুলিশ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর , সোমবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণীর ইংরেজি ক্লাস চলছিল। দশম শ্রেণির এ সেকশনের ক্লাস নিচ্ছিলেন শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। ক্লাস চলাকালীন পিছনের বেঞ্চে বসে থাকা এক ছাত্র অমনযোগী থাকায় প্রসেনজিৎ বিশ্বাস তাঁকে বকাঝকা করেন।সেইসঙ্গে ওই ছাত্রকে ওঠবস করার নির্দেশ দেন ওই শিক্ষকই। যদিও ওই ছাত্র শিক্ষকের নির্দেশ অমান্য করে বসে থাকে বেঞ্চে।
এরপর ওই শিক্ষক ছাত্রের কানমুলে দিলে সেই ছাত্র বেঞ্চ থেকে এসে ওঠবস করে। এরপর ক্লাস শেষে শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর ওই ছাত্র স্কুলের বাইরে বেরিয়ে তার অভিভাবকে বিষয়টি জানায়।এরপরেই ওই ছাত্রের অভিভাবক দলবল নিয়ে এসে বিদ্যালয়ে শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে ব্যাপক মারধর করে। স্টাফ রুমে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে শিক্ষককে মারধরের ঘটনা ধরা পড়েছে।
বিদ্যালয়ের তরফে ওই ছাত্রের অভিভাবক সহ ৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই ভিডিও ফুটেজ দেখার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারন মানুষ ।দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান প্রাক্তন ছাত্র থেকে শুরু করে অন্যান্য অভিভাবকরা।
হেনস্থার শিকার ওই শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন, ‘ওই ছাত্র মামারবাড়ি থেকে পড়াশোনা করে। ছাত্রের মামা ও মামার চার ছেলে এসেছিলেন। একজন ব্যাপক মারধর করে আমায়। আমাকে বাঁচাতে গিয়ে আরও চার শিক্ষক ও এক শিক্ষিকাও হেনস্থার শিকার হন।’
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ বাজানি বলেন , “২২ বছর ধরেই এই স্কুলে পড়াচ্ছি। এমন কোনও পরিস্থিতি এর আগে কখনও হয়নি। সোমবারের এই ঘটনায় বাকি শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন।”
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ