পুজোয় ক্লাসিক লুক চান? জেনে নিন ম্যাচিং পোশাকের সিক্রেট

অক্টোবর ০৮, ২০২৩ দুপুর ১২:০৮ IST
6521c09f97b90_download - 2023-10-08T020048.469

অমৃতবাজার এক্সক্লুসিভ -পুজোয় জামাকাপড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। জামাকাপড় ম্যাচিং নিয়ে অর্থাৎ জামার সঙ্গে প্যান্টের কোন কালার পড়বে, সেই নিয়ে অনেকেই কনফিউজড থাকে। সমস্যার সমাধান করতে দেখে নিতে পারেন আজকের প্রতিবেদনটি। পুজোর আগে দেখে নিন কোন কালারের শার্টের সঙ্গে কোন কালারের প্যান্ট পড়বেন।


প্রথমে আসা যাক প্যান্টের কালার নিয়ে - খেতে আপনার কাছে তিনটে রঙের প্যান্ট থাকলেই সবকিছুই থাকবে। সেগুলি হল ব্ল্যাক নেভি ব্লু এবং গ্রে। যে কোন ফাংশন বা অনুষ্ঠানে আপনি এগুলো সচরাচর পড়ে যেতে পারবেন। এই প্যান্টগুলো আপনাদের ক্লাসিক লুক দেবে। প্যান্টের এর বদলে আপনারা যদি স্টাইলিশ লুক দিতে চান তাহলে আপনারা কিনতে পারেন অলিভ গ্রিন এবং খাকি কালারের। তাছাড়া আপনারা নিজেদের পছন্দের যে কোন রং বেছে নিতে পারেন।

দ্বিতীয়ত আসা যাক টি-শার্ট ষাট এবং জ্যাকেটের ক্ষেত্রে - এই জামা গুলো কেনার সময় আপনাকে মাথায় রাখতে হবে চারটে রং সেগুলি হল হোয়াইট, ব্ল্যাক, নেভি ব্লু এবং গ্রে। এই রং গুলো ছেলেদের খুবই মানায় এবং খুবই স্টাইলিশ লাগে তাদের। থেকে মজাদার বিষয় হল এই যে এই রঙের জামাগুলো আপনি যেকোনো প্যান্টের সঙ্গে করতে পারবেন।

এবার আসা যাক কালার ম্যাচিং নিয়ে - আপনি যদি শার্ট ডিপ কালার পড়েন তাহলে লাইট কালারের প্যান্ট পড়বেন তাছাড়া লাইট কালারের বললে জামা পরলে প্যান্ট পড়বেন ডিপ কালারের। আপনি যদি হোয়াইট,রেড, গ্রে কালারের জামা পরেন তাহলে অবশ্যই নীচের প্যান্ট পড়বেন ডিপ কালারের যেমন ব্ল্যাক।

স্টাইল করার জন্য ঘড়ি হিসেবে ব্যবহার বেছে নিতে পারেন ব্ল্যাক এবং খয়েরি কালারের ঘড়ি। যদি স্টাইলিশ এবং ক্লাসিক লুক করতে চান তাহলে ব্যবহার করতে পারেন চেন ঘড়িগুলি। জুতো হিসেবে হোয়াইট স্নিকার্স ব্যবহার করতে পারেন।

ভিডিয়ো

Kitchen accessories online