খুন ও নাশকতার মামলায় পুলিশের জালে ছত্রধর মাহাতো

মার্চ ২৮, ২০২১ দুপুর ১১:২৫ IST

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম -  জঙ্গলমহলের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন ও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এর নাশকতার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ছত্রধর মাহাতোকে, রবিবার গ্রেপ্তার করল এনআইএ।

জঙ্গলমহলে ভোট সম্পন্ন হতেই, রবিবার ভোরে ৪০ জনের একটি দল, ছত্রধরের লালগড়ের বাড়িতে হাজির হয়ে, অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করে তাকে।

প্রসঙ্গত, এনআইএ আধিকারিকরা, ১০ বছর আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতা এবং সিপিএম নেতা খুনের তদন্তভার পেয়ে তৎকালীন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোকে বেশ কয়েকবার তলব করে। তদন্ত সূত্রে এনআইএ আধিকারিকরা, বেশ কয়েকবার জেরা করেছেন ছত্রধরকে। ঝাড়গ্রাম নিম্ন আদালত ছত্রধর সহ ৫ অভিযুক্তদের জামিন মঞ্জুর করায়, এনআইএ আধিকারিকরা ছত্রধরকে নিজেদের হেফাজতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

কলকাতা হাইকোর্ট জানায়, ৩০ এপ্রিল পর্যন্ত সময়কালে ছত্রধরকে তলব করতে পারবে এনআইএ আধিকারিকরা। তদন্তের সূত্রে ছত্রধরকে তিনবার হাজিরা দিতে বলা হলেও ছত্রধর তা এড়িয়ে যায়। শুক্রবার, এনআইএ অফিসে হাজিরা দেয় ছত্রধর। সেখানে তাকে চার ঘণ্টা জেরা করা হয়। রবিবার অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ভিডিয়ো

Kitchen accessories online