নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - নবোদয় বিদ্যালয়ের শিশু পাচারের তদন্তের ভার নিলো সিআইডি। বাঁকুড়ায় তদন্তের উদ্দেশ্যে রওনা দিলো সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের পাঁচজন সদস্যের একটি বিশেষ দল।
বাঁকুড়ার শিশু পাচার কান্ডে তদন্তের অভিযানে নেমে পুলিশের হাতে গ্রেফতার হয় ৮জন অভিযুক্ত,ইতিমধ্যেই বুধবার দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধপল্লি থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশ। দফায় দফায় জেরা করতেই উঠে আসছে চাঞ্চল্যকর সমস্ত তথ্য। নবোদয় বিদ্যালয়ের স্কুলের অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়ার উপর তদন্তে বেরিয়ে আসছে একাধিক বেআইনি কাজ কর্মের অভিযোগ। একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলছে ঘটনায়। তবে শিশুদের কোথায় নিয়ে যাওয়া হতো তা নিয়ে এখনও অবধি স্পষ্ট নয়। কার্যত এবারে তদন্তের ভার নিলো সিআইডি। শিশুদের কখন, কোথায় নিয়ে যাওয়া হতো তার সমস্ত নজর রাখবেন সিআইডি।
বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বাঁকুড়ায় শিশু পাচারের তদন্তের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে বাঁকুড়া থানায় এবং তারপর কালাপাথরের জওহর নবোদয় বিদ্যালয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড থেকে শুরু করে ঘটনার পুনর্নির্মাণ সমস্ত কিছু তদন্ত করা হবে বলে জানা যায়। প্রয়োজনে যারা পুলিশি হেফাজতে রয়েছেন, তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেন সিআইডি কর্তৃপক্ষ।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।