শ্যামল সান্যাল (বিশেষ প্রতিনিধি) ঢাকা - গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তবে এবার চিকিৎসার খাতিরে বিদেশে যেতে হবে কিনা খালেদা জিয়াকে সেটা নিয়ে মন্তব্য রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দু'সপ্তাহের লন্ডন সফর সম্পন্ন করে বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬শে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন সহ অন্যান্য আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে শেখ হাসিনা বলেন, দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যাওয়ার পর গত বছর মার্চে করোনা ভাইরাসের কারণে সরকার দন্ডের কার্যকারিতা স্থগিত করে খালেদা জিয়াকে কিছু শর্তে সাময়িক মুক্তি দেয়। মূলত এর পরেই তার বিদেশ সফর বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন কিনা এটা সম্পূর্ণ আইনানুগ ব্যাপার। কিন্তু আমার কাছে কিভাবে অনুমতি চান খালেদা জিয়া। তাকে বাসায় থাকতে দেওয়া এবং চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়েছে সেটাই কম নয় কি! রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে। কাজেই খালেদা জিয়ার জন্য যারা তাকে সহানুভূতি দেখাচ্ছেন তাদের লজ্জা পাওয়া উচিত। আমার বাবা-মা ভাই এমনকি ছোট্ট রাসেলকে পর্যন্ত হত্যা করেছে পাষাণী নারী। তারপরও আমরা অমানুষ হইনি। তাকে রীতিমত বাড়িতে রেখে চিকিৎসা ব্যবস্থার সুযোগ দেওয়া হয়েছে'।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর সেই গ্রেনেড ভ্যানিটি ব্যাগে করে এনে বিস্ফোরণ ঘটিয়েছে খালেদা জিয়া। পাশাপাশি কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে হত্যার প্রচেষ্টার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়া বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তো দুরের কথা কোনদিন বিরোধীদলের নেতাও হতে পারবেন না তিনি। মূলত সেই গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছিল ২২ জন নেতা-কর্মীরএবং বিপুলসংখ্যক আহত হয়েছিল । কার্যত দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার রূপকার ছিলেন খালেদা জিয়া। অর্থাৎ এইসকল দেশদ্রোহী কাজ করার পরেও প্রধানমন্ত্রী যে সুযোগ-সুবিধা দিচ্ছেন তাকে তার পরেও তিনি কিভাবে বিদেশ সফরে যাওয়ার আর্জি জানান এটি শুনে রীতিমত অবাক হয়েছেন শেখ হাসিনা।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড