নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ফের চিতা বাঘের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। চলন্ত স্কুটিতে চিতাবাঘের হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম সফিকুল ইসলাম (৫০)। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , সফিকুল মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকার শালবাড়ির বাসিন্দা।তিনি মিস্ত্রির কাজ করতেন। গত কাল আইভিল চা বাগানে সেই কাজেই গিয়েছিলেন সফিকুল। রাত ৮ টা নাগাদ স্কুটি চালিয়ে আইভিল চা বাগান থেকে ফিরছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই সময়ই আইভিল চা বাগানের বাংলো লাইনে আচমকা চলন্ত স্কুটির উপর একটি চিতাবাঘ লাফ দেয়। এদিকে হঠাৎ চিতাবাঘের আক্রমণ পরে যান সফিকুল। এর পর তার উপরই সরাসরি চড়াও হয় চিতাবাঘটি। সফিকুলের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে মাল সুপার স্পেশ্যালিটি নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয়। তার পর জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়েছিল সফিকুলকে। কিন্তু জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথেই মারা যান প্রৌঢ়। এই বিষয়ে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, 'আইভিল চাবাগানে চলন্ত স্কুটির উপর চিতাবাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, মৃতের পরিবারকে ক্ষতিপুরণ দেওয়া হবে।'
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
১২.০৬ মিনিটে যদি ম্যাচ শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে
জেনে নিন দৃষ্টিশক্তি বাড়াতে কোন কোন যোগাসন করবেন
অভিযুক্ত শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
কোমরভাঙা যুবকের জন্য হুইলচেয়ার , খাদ্যসামগ্রী সহ অর্থ সাহায্য নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের