বাইক দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার

এপ্রিল ০৩, ২০২১ দুপুর ১২:২৪ IST
60672679ef10b_IMG-20210402-WA0084 6067267a06d0a_IMG-20210402-WA0086 6067267a3878e_IMG-20210402-WA0087

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - দিন কয়েক আগে মোটর বাইকের ধাক্কায় জখম এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল শুক্রবার। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুরেশ মাহাতো(৩০)। তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর থানার বড়রা গ্রাম পঞ্চায়েতের তুলসীবাড়ি গ্রামে। সে রঘুনাথপুর থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসের ১৭ তারিখ রাত্রি আট'টা নাগাদ সিভিক ভলান্টিয়ার সুরেশ মাহাতো নিজস্ব মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সে সময় বড়রা গ্রাম পঞ্চায়েতেরই চিতরমা গ্রামে তার মোটর বাইকের সঙ্গে অপর একটি মোটর বাইকের সজোরে ধাক্কা লাগে। ওই ঘটনায় গুরুতর জখম হন সিভিক ভলান্টিয়ার সুরেশ।  

তাকে উদ্ধার করে প্রথমে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বোকারোতে। পরে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। 

ভিডিয়ো

Kitchen accessories online