নিজস্ব প্রতিনিধি, ডালটনগঞ্জ - চলন্ত জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেস ট্রেনে অবাধে ডাকাতির ঘটনা ঘটল ঝাড়খন্ডে। পাশাপাশি যাত্রীদের মারধর থেকে শুরু করে এলোপাথাড়ি ৮-১০ রাউন্ড গুলি চালানো হয়। এর জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
সূত্রের খবর, শনিবার রাত ১২টা থেকে ১টার মধ্যে অবাধে ডাকাতির ঘটনা ঘটেছে। সম্বলপুর থেকে জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেস ঝাড়খন্ডের লাটেহার স্টেশন ছেড়ে যাওয়ার পর বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে এস ৯ কামরায় আচমকা অপরেশন চালায় দুষ্কৃতীরা। প্রায় ১২ থেকে ১৫ জন ছিল। তারা যাত্রীদের বন্দুক দেখিয়ে অবাধে লুঠ করতে থাকে।
যাত্রীদের থেকে টাকা, গয়না কেড়ে নিয়ে মারধর করে দুষ্কৃতীরা। মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করে তারা। যাত্রীদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। এরপর চেন টেনে ট্রেন থামিয়ে পালিয়ে যায় তারা। ডালটনগঞ্জের স্থানীয় হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।