নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেসরকারি স্কুল গুলিতে এবার আর অরাজকতা বা দুর্নীতি নয়। বেসরকারি স্কুল গুলির স্বেচ্ছাচারিতা রুখতে এবার স্বাস্থ্য কমিশনের মতো শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। কয়েকদিন আগে রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন। এখন তার বাস্তবায়ন করতে চলেছে রাজ্য সরকার।
বেসরকারি হাসপাতাল গুলোর স্বেচ্ছাচারিতা রুখতে অনেকদিন আগেই রাজ্য সরকার স্বাস্থ্য কমিশন গঠন করেছিলেন , যাতে প্রত্যেকটি মানুষ সমান সুবিধা পান। ঠিক সেই ভাবেই চলতি মাসেই শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
করোনা কাল কাটিয়ে স্কুল গুলি নিজ ছন্দে ফিরতে না ফিরতেই বেশ কিছু বেসরকারি কলেজ নিজেদের ইচ্ছামতো স্কুলের মাইনে বাড়িয়ে দিয়েছিল , এমন অভিযোগ তুলেছিল অনেক অবিভাবকরাই। যার জেরে কিছু কিছু স্কুলের সামনে বিক্ষোভ করতেও দেখা গেছে অবিভাবকদের। এই বিক্ষোভের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত , কিন্তু এই বিষয়ে তখন রাজ্য সরকারের করার মত খুব বেশি উপায় কিছু ছিলনা। তবে এই সমস্যার সুরাহা করতেই এই শিক্ষা কমিশন তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মন্ত্রিসভার অনুমোদনে গঠিত এই শিক্ষা কমিশনের মাথা হিসেবে অবসর প্রাপ্ত একজন বিচারপতি সহ মনোনীত কিছু শিক্ষা বিশেষজ্ঞদের কমিশনে অন্তর্ভুক্ত করা হবে।
বিকাশ ভবন সূত্রের খবর , আগামী কয়েকদিনের মধ্যেই এই কমিশন তৈরির কথা ঘোষণা করবে রাজ্য সরকার। শিক্ষা দফতর আধিকারিকদের মতে রাজ্য সরকার সরাসরি এই বেসরকারি স্কুল গুলিকে নিয়ন্ত্রণ অথবা চালনা করতে না পারলেও ফি বৃদ্ধি সহ স্কুলগুলোর বিভিন্ন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অবিভাবকদের সাহায্য করতে পারবে এই কমিশনের দ্বারা।
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির