৩০ জনেরও বেশি পড়ুয়া সরাসরি জড়িত , যাদবপুর কাণ্ডে রিপোর্ট পেশ অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের

অক্টোবর ০৯, ২০২৩ দুপুর ০৪:৫০ IST

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুরের মেন হস্টেলের তিন তলা থেকে পরে স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। জোরালো হয়েছে র‌্যাগিং-এর অভিযোগ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে যাদবপুর থানা। আর এসবের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই ঘটনা সংক্রান্ত রিপোর্ট দিল অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড।

ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটিও আলাদাভাবে গোটা ঘটনা আগেই খতিয়ে দেখেছে। অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে শাস্তির সুপারিশ করা হয়েছে আগেই। কিন্তু সেই অভ্যন্তরীণ তদন্ত কমিটির গঠন নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছিল। ওই কমিটির তদন্ত করে শাস্তির সুপারিশ করার এক্তিয়ার রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছিল। আর তারপরেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছিলেন তিনি।

এসবের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড গঠন করা হয়েছিল। আর পুনরায় সেই রিপোর্ট ফের এদিন উপাচার্যের কাছে এল অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের তরফে। অবশেষে এই ঘটনায় কতজন পড়ুয়ার শাস্তি পাওয়া উচিত, তা নিয়ে উপাচার্যের কাছে রিপোর্ট দিল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড।

৩০ জনেরও বেশি পড়ুয়ার এই ঘটনায় সরাসরি যোগ রয়েছে বলে দাবি করেছেন অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড।জানা গেছে, উপাচার্যের কাছে এই রিপোর্ট আজ জমা দেওয়ার পর চলতি সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক হবে। সেই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শাস্তি দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

ভিডিয়ো

Kitchen accessories online