BECIL- এর মাধ্যমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট, কলকাতা স্টাফ নার্সপদে১৫ টি শূন্যপদে নিয়োগ করছে ।
শিক্ষাগত যোগ্যতা- জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদনের যোগ্য । নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
মূল বেতন- ৩০,০০০টাকা ।
শূন্যপদ- ১৫ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে । চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট, কলকাতা, স্ট্রীট নং- ২৯৯, ডিজে ব্লক, অ্যাকশান এরিয়া ১, নিউটাউন, কলকাতা- ৭০০১৫৬ এই ঠিকানায় ০৯.০৬.২০২২ তারিখ সকাল ১০.৩০ মিনিট নাগাদ ইন্টারভিউ হবে ।
রেজিস্ট্রেশন পদ্ধতি- রেজিস্ট্রেশন করতে হবে অফলাইনের মাধ্যমে । রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন www.becil.com এই ওয়েবসাইট থেকে । পূরণ করা রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে ।
বিশদে জানতে- www.becil.com অথবা https://www.becil.com/uploads/vacancy/8738dadc7684e74294554fe0e6331250.pdf এই ওয়েবসাইট দেখুন ।
বিজ্ঞপ্তি নং- BECIL/HR/CNC/Advt.2022/140.
ঝাড়গ্রাম জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিওন / নাইট গার্ড, ইংলিশ স্টেনোগ্ৰাফার (গ্রুপ- B ও গ্রুপ- C) পদে ৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
ভারতীয় বায়ুসেনাবাহিনী টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদে কয়েকশ ছেলেমেয়ে নিয়োগ করছে শর্ট সার্ভিস কমিশন ও পার্মানেন্ট কমিশনের মাধ্যমে
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
CDS- এর পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ
NDA- এর পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ
সন্ধ্যা ৬টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ
রাজ্যে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদে ৫৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে
দিল্লি পুলিশে হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল) পদে ৮৭৫ শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে
কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পরীক্ষা না দিয়েও মেয়েকে অবৈধভাবে নিয়োগের অভিযোগ পরেশ অধিকারীর বিরুদ্ধে
ইন্ডিয়ান রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ফিটার / ওয়েল্ডার ও মেশিনিস্ট ট্রেডে ৫০ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করছে
ভাটপাড়া পৌরসভায় কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (গ্রুপ- ডি) পদে ১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট, কলকাতা- তে এনগ্রেভার ও জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ৭ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদে ২৪৮ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বারুইপুর কলেজে ক্লার্ক ও ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে