অমৃতবাজার এক্সক্লুসিভ, ইন্দ্রজিৎ আইচ - সালটা ১৭৮০ য়ের ২৯ জানুয়ারি, এই দিন আমাদের পরাধীন ভারতবর্ষের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়, যেটি হলো 'বেঙ্গল গেজেট'। সবথেকে বড়ো কথা, এই সংবাদপত্রটি আজ থেকে ২৪৪ বছর আগে কলকাতার ৬৭ নম্বর রাধাবাজার থেকে প্রকাশিত করেছিলেন জেমস অগাস্টাস হিকি। তিনি ছিলেন একজন সৎ মানুষ। সেই সময়, অর্থাৎ ১৭৮০ সালে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব কাল। ব্রিটিশ শাসকদের দুর্নীতি তাদের শোষণের রাজনীতি, ইংরেজদের গোপন আঁতাত এইসব অন্যায় কাজকর্ম এই সব বেঙ্গল গেজেটে লিখে ফাঁস করে দেন পত্রিকার সম্পাদক জেমস অগাস্টাস হিকি।
সেইসময় বাংলার গভর্নর ছিলেন হেস্টিংস আর হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ইলিজা ইম্পে। এই দুই জন মিলে বাংলাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিলেন। হিকি ছিলেন প্রতিবাদী মানুষ।তাই পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই এই পত্রিকা ব্রিটিশ শাসনের অপশাসনের কথা নগ্ন করে তুলে ধরেছিলেন হিকি। নাড়িয়ে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ভিত। শঙ্কিত হয়ে ওঠেন ওয়ারেন হেস্টিংস। বিচারপতি ইলিজা ও হেস্টিংস এই দুজনে সম্পূর্ন গোপনে মিথ্যে ভাবে নানা অভিযোগে ফাঁসায় হিকিকে।
এর ঠিক ২ বছরের মধ্যে হিকির বেঙ্গল গেজেট বন্ধ হয়ে যায়। বাংলা সংবাদ পত্রের ইতিহাস নিয়ে এক অসাধারণ প্রযোজনা উপস্থাপনা করলেন 'চন্দননগর যুগেরযাত্রী' নাট্যদল। শিশির মঞ্চে জেমস অগাস্টাস হিকির জীবন কাহিনী নিয়ে এক ঘন্টা দশ মিনিটের এই নাটক যেন আমাদের কাছে এক জীবন্ত দলিল। হিকি সাহেবের চরিত্রে রামকৃষ্ণ মন্ডল, ওয়ারেন হেস্টিংস ভূমিকায় সুমিত সাহা, প্রধান বিচারপতির ইলিজা ইম্পে চরিত্রে সুজিত গুপ্ত চমৎকার অভিনয় করেছেন। আইরে কুট ( অনুপম ভট্টাচার্য), ডিন পার্শি ( সুপ্রিয় দত্ত), পিটার রিড ( কৌশিক দত্ত), টমাস ( অরিজিৎ পাল), জনাথন ( বিশ্বজিৎ দাস), সূত্রধর ( কল্যাণব্রত মজুমদার, শঙ্কর পাল, কৌশিক দত্ত) অভিনয় ছিল চমৎকার।
এই নাটকে পার্থ চট্টোপাধ্যায় আলো, রবীন্দ্রনাথ দাস মঞ্চ, কৌশিক দত্তর আবহ সংগীত, শঙ্কর পাল রূপসজ্জা ও মহম্মদ মুরাদ পোশাকের জন্য যথাযথ পরিশ্রম করেছেন। এই নাটকটি রচনা করেছেন শঙ্কর বসু ঠাকুর, নির্দেশনা করেন রামকৃষ্ণ মন্ডল। এই দুই জন সবার আগে ধন্যবাদ ও সাধুবাদ জানায়, কারণ দেশে প্রথম সংবাদ পত্রের ইতিহাস ও জেমস অগাস্টাস হিকির জীবনকে নাটক করার জন্যে। আমরা যারা সংবাদমাধ্যমে আছি বা কাজ করি তাদের কাছে ও দেশের মানুষের কাছে এক অজানা ইতিহাসের সন্ধান মিলবে এই নাটকে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির, তথ্য ও সংস্কৃতি বিভাগের সহায়তায় সম্প্রতি শিশির মঞ্চে চন্দননগর যুগেরযাত্রীর এই নাটকটি মঞ্চস্থ হলো যা ভারত বর্ষের সংবাদপত্রের জনক জেমস অগাস্টাস হিকির জীবন আশ্রিত এক প্রতিবাদের নাটক।
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী