রামনবমী উপলক্ষ্যে চন্দ্রকোনা রোডে বিশাল বাইক মিছিল

এপ্রিল ১০, ২০২২ রাত ১০:০৫ IST
6252e2ed71d41_IMG_20220410_192825

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - রামনবমীর পূর্ণ তিথিতে রামকে স্মরণ করে গোটা রাজ্যের মানুষ মিছিলের আয়োজন করেছেন।সকলেই আলাদা আলাদা পন্থায় মিছিল করছেন।হিন্দু সেবা সমিতির পক্ষ থেকে চন্দ্রকোনা রোডে আজ বিশাল বাইক মিছিল করা হয়।

এই বাইক মিছিল চন্দ্রকোনা রোডের ফুটবল ময়দান থেকে শুরু হয়। আর শেষ হয় এই মিছিল শালবনীতে এসে। বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য মিছিলে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।হাজার হাজার মানুষ এই মিছিলে উপস্থিত হন।

এই মিছিল উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা ছিল প্রচুর। মূলত হিন্দুঐক্যের ডাকে প্রতি বছরই এই মিছিলের আয়োজন করে চন্দ্রকোনা রোড হিন্দু সেবা সমিতি।শুধুমাত্র করোনার কারণে বিগত দুই বছর বন্ধ ছিল।তাই হিন্দু সেবা সমিতি এই বছরে কোনো খামতি রাখেনি মিছিলের আয়োজনের।

ভিডিয়ো

Kitchen accessories online