নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই রাজ্যের বাকি ১০৮টি পুরসভার নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে প্রচার যেমন চলছে, তেমন বিভিন্ন জায়গায় অশান্তির কথাও কানে আসছে। এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা এলাকায় দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল শাদকদলের বিরুদ্ধে। অন্যদিকে, সেই অভিযোগ অস্বীকার করে, বিজেপির দিকেই পাল্টা অভিযোগের আঙুল তুলল স্থানীয় শাসকদলের নেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
সোমবার দুপুরে পৌর ভোটের আগে ফের রাজনৈতিক উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌর এলাকায়। চন্দ্রকোনা পৌরসভার ১১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অতনু সাঁতরার অভিযোগ, এদিন তিনি একজন কর্মীকে নিয়ে, ওই ওয়ার্ডের দক্ষিণবাজার এলাকায় দলীয় পতাকা লাগাতে যান। সেই সময় তাকে পতাকা লাগাতে বাধা দেয় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। তিনি বলেন, মদ্যপ অবস্থায় ওই এলাকার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ধেন্দু ঘোষ ও আরেকজন তৃণমূল কর্মী তাকে বলে 'বিজেপির পতাকা এখানে লাগানো যাবে না। তোমাকে অনেকবার বলেছি, আমার এই এলাকায় ঢুকবে না। তা সত্ত্বেও তুমি এসেছ এখানে'। এই বলেই তাকে পতাকা খুলতে বাধ্য করে। এবং তাকে কিলচড় ঘুসি মেরে মুখ চোখ ফাটিয়ে দেয়।
এরপর ওই বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ওই পতাকা গুলো নিয়ে পার্টি অফিসে রাখতে যান। সেখান থেকেই চন্দ্রকোনা বিজেপির দক্ষিণ মন্ডল সভাপতি রাজীব পাল সহ অন্য দলীয় কর্মীরা তাঁকে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যায়।
তিনি বলেন, এই ঘটনায় তিনি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবেন বলেই জানান। পুলিশ প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও বিজেপির তরফে হুঁশিয়ারী দেওয়া হয়।
তবে এই ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল নেতা। ১১ নং ওয়ার্ডের ওই তৃণমূল নেতা তথা চন্দ্রকোনা শহর যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ধেন্দু ঘোষ পাল্টা অভিযোগ করেছেন ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তিনি বলেন, 'এসব বিজেপির মিথ্যা অভিযোগ। এই ওয়ার্ডে বিজেপির যে প্রার্থী হয়েছে তার বাড়ি অন্য ওয়ার্ডে।এই ওয়ার্ডের কোন নাগরিকই তাকে চেনেন না। তিনি বাইরে থেকে লোক এনে ১১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অশান্তি পাকানোর চেষ্টা করছে'।
তিনি বলেন, এদিন দুপুরে ওই বিজেপি প্রার্থী বাইরের ছেলেদের নিয়ে এসে ওইখানে পতাকা, পোস্টার লাগাচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারাই তার প্রতিবাদ করেন।বিজেপির ওই কর্মীদের হাতে শাবল, ছুরি ছিল। বাসিন্দারা প্রতিবাদ করলে, তাদের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। খবর পেয়ে, সেখানে এখন তৃণমূল কর্মী পৌঁছলে তাঁকে ব্যাপক মারধর করে বিজেপি কর্মীরা। তিনি এও বলেন, সেখানে তিনি গেলে তার সঙ্গেও ধাক্কাধাক্কি হয় বিজেপির ওই হার্মাদবাহিনীর। চন্দ্রকোনা শহরের যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ধেন্দু ঘোষ জানান, তারা বিজেপির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করবেন।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে