ট্যান দূর করতে কফি

মে ১৬, ২০২১ সকাল ০৮:৫৮ IST
609feda7bcc64_রূপচর্চায়-কফির-ব্যবহার

উপকরণঃ- লাল পাকা টমেটো (১টির অর্ধেক), চিনি (১ চা চামচ), কফি (৩ চা চামচ), ইভিয়ন ক্যাপসুল 400mg (১ টি) ।

প্রণালিঃ- একটি কাঁচের বাটিতে টমেটো টি গ্রেড করে নিন । এবার এতে চিনিটা মিশিয়ে ভালো করে গুলে নিন । এবার কফি টা এতে এমন ভাবে মিশিয়ে নিন যেন প্যাক টি একটু ঘন হয় । এবার এতে ইভিয়ন ক্যাপসুল টি কেটে মিশিয়ে নিয়ে, চোখ ও ঠোঁটের এরিয়া বাদ দিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন । ২০ মিনিট মতো রেখে, জল দিয়ে ভিজিয়ে হালকা হাতে ডলে ডলে ধুয়ে ফেলুন । সপ্তাহে ২ দিন এই প্যাকটি ব্যবহার করলে ট্যান খুব সহজেই দূর হবে ও আপনার ত্বক হবে আরও উজ্জ্বল ।  

উপকারিতাঃ- ইভিয়ন ক্যাপসুল আপনার ত্বকে ভিটামিন E এর যোগান দেবে । টমেটো আপনার ত্বকে ভিটামিন C এর যোগান দেওয়ার সাথে সাথে আপনার ত্বক কে ব্লিচ করবে । কফি আপনার ত্বকের রোদে পোড়া অংশ পাতলা করে ট্যান দূর করবে, আর চিনি আপনার ত্বকে আনবে একটি আলাদা মসৃণতা ।

ভিডিয়ো

Kitchen accessories online