নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের খলনায়িকা হিসেবে পরিচিত রিমঝিম মিত্র। সম্প্রতি এসেছেন সংবাদমাধ্যমের শিরোনামে তবে তার কোন অভিনয় নিয়ে নয় বরং রাতারাতি বিয়ে করে ভাইরাল তিনি।শনিবার সকাল-সকাল নিজের বিয়ের খবর দিলেন খোদ টিভি অভিনেত্রী রিমঝিম মিত্র। কনের সাজে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে চৈত্র মাস তো বাঙালির মল মাস, এমন মাসে কীভাবে হল বিয়ে ,তা নিয়ে চিন্তিত নেটিজনেরা।
অভিনেত্রীর ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মাথায় শোলার মুকুট, টিকলি,সিঁথি আর কপালে সিঁদুর। কপালে লাল টিপের চারপাশে সাদা রঙের কলকে। চোখে কাজল, লাইনার। চুলে বেলি ফুলের মালা ও নাকে নোলক। সঙ্গে সোনার গয়না আর লাল বেনারসি পরিধান করেছেন রিমঝিম।যদিও সেই ছবির ক্যাপশনে কিচ্ছু লেখেননি। হ্যাশট্যাগে শুধু জুড়ে দিয়েছেন ‘ম্যারেড’ আর ‘নিউ বিগিনিংস’।যদিও নতুন বরের কোনো হদিশ মেলেনি তার ছবিতে।
এহেন ছবি দেখে নেট-নাগরিকদের চক্ষু চড়কগাছ।লাজবন্তী রায়, র্যাচেল হোয়াইট, রানা সরকার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই বিভ্রান্ত। নেটপাড়াও জমিয়ে মজা নিল গোটা ব্যাপারটায়।এই নিয়ে রিমঝিমের ছবিতে একজন কমেন্ট করলেন, ‘চৈত্র মাসে কে বিয়ে করে? হিন্দুদের তো হয় না।’
তার জবাবে অভিনেত্রী লিখলেন, ‘হয়’। আরেকজন কমেন্ট করেছেন, ‘যাই বলো না কেন, তোমার বিয়েতে মটন কষাটা অসাম ছিল। আজ আর ব্রেকফাস্ট করুম না।’ তৃতীয়জন লিখলেন, ‘সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে,বুঝতে পেরেছি হুমমমমমমমম।’
উল্লেখ্য , রিমঝিমকে 'কৃষ্ণকলি' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর লক্ষ্মী কাকিমা সুপারস্টার,মাঝে 'তিতলিতে'ও কাজ করেছেন। রুপোলি পরদায় ক্রস কানেকশন, পাগলু ২, যুগ যুগ জিও, জিও পাগলা-র মতো সিনেমা করেছেন। বর্তমানে ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। ভোটের প্রচারে সক্রিয়ভাবে অংশও নেন।
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ
আপনাকে নিজের অ্যাড দিতে পয়সা দিয়ে আমরা নিয়ে আসিনি , মঞ্চ থেকে নামুন , এই ভাষাতেই তীব্র অপমান করা হলো অভিনেত্রী রুকমাকে
মৃত্যুকালীন অমরনাথ মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৯০ বছর
এদিকে এত কিছুর পরেও প্রাক্তন জামাইকে আশীর্বাদ করলেন আশিসের প্রাক্তন শাশুড়ি শকুন্তলা বড়ুয়া
একেবারে নীলাম্বর বেশে হাতে মাছ তুলে গোপাল ভাঁড়ের মত ছবি পোস্ট , কালারফুল দাদার প্রশংসায় মাতোয়ারা নেটিজেনরা