নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - প্রথম প্রবাহের রেশ কাটতেই ফের করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু হয়ে পড়েছে গোটা দেশ। চলতি বছরের শুরুতেই বাঁকুড়া জেলা থেকে বিদায় নিয়েছিল করোনা। তাই জেলার একমাত্র করোনা হাসপাতাল 'ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল'কে সম্পূর্ণ স্যানিটাইজ করে সাধারণ হাসপাতালে পরিণত করা হয়েছিল। কিন্তু আবার নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। স্কুল বন্ধ থাকলেও কলেজের পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই মধ্যে সোমবার বিষ্ণুপুরের ভড়ায় 'স্বামী ধনঞ্জয় দাস কঠিয়াবাবা মহাবিদ্যালয়ে'র এক সহকারী অধ্যাপকের করোনা পজিটিভ ধরা পড়ায় সোমবার থেকে আগামী ১০ দিনের জন্য সম্পূর্ণ কলেজ বন্ধ রাখার নোটিশ দিল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সম্পূর্ণ কলেজটি স্যানিটাইজ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষা কাকলি ঘোষ সেনগুপ্ত বলেন, "এরূপ পরিস্থিতিতে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করছি। পরীক্ষার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই করছি। যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও বাড়িতে বসেই সহযোগীতা করছেন। ছেলে মেয়েদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই দিকে নজর রাখছি। অনলাইনে সমস্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং সমস্ত খাতা মেল-এ জমা নিচ্ছি। এছাড়াও কোনোরকম অসুবিধা হলে যদি জানায় তাহলে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নেব।"