চোর ধরো জেলে ভরো স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ , উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দকুমার

সেপ্টেম্বর ০৪, ২০২২ দুপুর ০২:৫৩ IST
63144fd374343_IMG_20220904_124114

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পুনরায় চোর অপবাদকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। শনিবার উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। বিজেপির পথসভা থেকে তৃণমূলের সবাইকে 'চোর' বলে সম্বোধন করায়, বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা। এমনকি হাতাহাতিও শুরু হয়ে যায় দুই দলের মধ্যে। পরবর্তীকালে নন্দকুমার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ তমলুকের ডিমারিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা রয়েছে। আবার ১৩ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এই দুই কর্মসূচিকে সামনে রেখেই নন্দকুমার থানা এলাকার ব্যবস্থার হাট বাজারে একটি পথসভার আয়োজন করে বিজেপির কর্মীরা। রাস্তার একদিকে বিজেপির পথসভা, উল্টোদিকে বসে ছিলেন তৃণমূল কর্মীরা। বিজেপির মঞ্চ থেকে চোর স্লোগান উঠতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেখান থেকেই হয় গন্ডগোলের সূত্রপাত। পরবর্তীকালে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, যে দুপক্ষের মধ্যে মারামারি ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় যানজটের সৃষ্টি হয়। নাজেহাল হয় সাধারণ মানুষ।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পথসভার শুরু থেকেই রাস্তার অপরপ্রান্তে তৃণমূলের কর্মী সমর্থকেরা বসে ছিলেন।সেখান থেকেই আসছিল বিভিন্ন ধরনের কটুক্তি।

অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, সভামঞ্চ থেকে বলা হচ্ছিল 'তৃণমূলের সবাই চোর'। তার ফলে যে সকল তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে ছিলেন তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বলেন, ওই মন্তব্যের জন্য বিজেপি নেতাদের ক্ষমা চাইতে হবে।

ভিডিয়ো

Kitchen accessories online