রিজেন্ট পার্কে চোর সন্দেহে বীরভূমের যুবককে পিটিয়ে খুন , অভিযুক্ত অফিসের কর্মচারীরা

নভেম্বর ০৭, ২০২২ দুপুর ১১:১০ IST
6367d65196b3c_IMG_20221106_211236

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তারই পরিচিত অফিসের কর্মচারীদের ওপর। তীব্র নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন একজন।

পুলিশ সূত্রে জানা গেছে , গতকাল রাতে ৬ জন যুবক আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন।তখন তার অবস্থা সঙ্কটজনক।কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের পায়ে, হাতে ও থুতনিতে প্রবল ভাবে ভারি কিছু দিয়ে মারা হয়েছিল বলে জানা গেছে। 

মৃত যুবকের নাম অমিত রঞ্জন চট্টোপাধ্যায়। নিহত যুবককে বাড়ি বীরভূমে। মূলত একটি বেসরকারি সংস্থায় কর্মের উদ্দেশ্যেই সে কলকাতায় বসবাস করত। এদিন নিহত অমিত রঞ্জন চট্টোপাধ্যায়ের অফিসের কিছু সহকর্মচারী ও মালিকের সঙ্গে বচসা বাঁধে। তবে বচসা বাঁধার কারণ হিসেবে উঠে আসে, অফিসের সহকর্মচারী দেবাশীষ অধিকারীর ব্যাগ থেকে নগদ ৪০০ টাকা হারিয়ে যায় ,এই ৪০০ টাকা চুরির অভিযুক্ত হিসেবে অমিত রঞ্জন চট্টোপাধ্যায়কে ধরা হয়। সেই নিয়েই  বাধে বচসা ,এরপর বচসা তুঙ্গে ওঠে। গাড়িতে থাকা ছ'জন অফিসের সহকর্মী ও মালিক মিলে বেধড়কভাবে অমিত রঞ্জন চট্টোপাধ্যায়কে মারেন। এরপর তারাই আবার এক নাটকীয় কৌশল প্রয়োগ করে "অপরিচিত ব্যক্তিকে রাস্তায় আহত অবস্থা পেয়েছে"এই বলেই চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখানেই মৃত্যু হয় অমিত রঞ্জনের।

চোর অভিযোগে প্রাণ হারানো অমিত রঞ্জনের মৃত্যুর খবর শুনতেই তার সহকর্মীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে থাকা একজন সহকর্মী সোমনাথ চক্রবর্তী পালাতে অসফল হয় ,এরপরই পুলিশ হাতেনাতে আটক করেন তাকে। পুলিশি জিজ্ঞাসাবাদের দ্বারা এ বিষয়টি উঠে আসে পুলিশের কাছে ঘটনায় অভিযুক্ত আরও পাঁচজনের তল্লাশি চালাচ্ছেন পুলিশ।

ভিডিয়ো

Kitchen accessories online