নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সন্দেহের জেরে পিটিয়ে খুন যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার পিয়ালীর খোলাঘাটা এলাকায়। বুধবার সেখানে আয়োজিত জগদ্ধাত্রী পুজোতে দুই যুবককে মারধর করা হয়। অভিযুক্তদের নাম বিজয় সরকার(১৭) ও সুব্রত গায়েন। ঘটনাটি জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।ঘটনাস্থলে একজনের মৃত্যুও হয়। পরে পুলিশ সেখান থেকে দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার রাতে খোলাঘাটার স্থানীয় এক বাসিন্দা গোপাল সরদারের বাড়িতে চুরি হয়। সেই সন্দেহের জেরে স্থানীয় দুই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করা হয়। বুধবার সেখানেই একটি ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছিল। পাশাপাশি একটি মেলাও বসে সেখানে। কিন্তু পুজো চলাকালীন সন্ধ্যায় বিজয় সরকার ও সুব্রত গায়েনকে সন্দেহ বশত প্রচন্ড মারধর করে স্থানীয়রা। অতিরিক্ত মারের ফলে একজনের মৃত্যু হয় এবং অন্যজন গুরুতর ভাবে জখম হন।
ওই দুই যুবকের বাড়ি জীবনতলা থানার বৈরাগী এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, বিজয় সরকারের বিরুদ্ধে আগেও অনেক চুরির অভিযোগ উঠেছিল। কিন্তু সেগুলো ছোটো ঘটনা ছিল। নিহত বিজয় সরকারের দেহ পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে আহত সুব্রত গায়েন বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি জানতে পেরে সুব্রত গায়েনের পরিবারের সদস্যরা বারুইপুর মহকুমা হাসপাতালে পৌঁছায়। তারা জানায় , তাদের ছেলে এই চুরির সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তাকে বিনা অপরাধে মারা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে তারা।
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের