চোর সৌমিত্র খাঁ দুর হটাও , দলীয় সাংসদের বিরুদ্ধে পোস্টার ঘিরে তীব্র অস্বস্তিতে বিজেপি

সেপ্টেম্বর ২৮, ২০২৩ দুপুর ০২:১৩ IST
65152944a26e4_untitled_1693233838401_1693233838579

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার পড়ল বাঁকুড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির চয়নপুর এলাকায়। এই এলাকায় বৃহস্পতিবার দেখা যায় যত্রতত্র পোস্টার পড়েছে সৌমিত্র খাঁয়ের নামে। তবে কারা এই পোস্টার লাগিয়ে সে বিষয়ে কোনো তথ্য সামনে আসেননি।লোকসভা ভোটের আগে এই পোস্টার কান্ড নিয়ে ফের উত্তাল হয়েছে বিষ্ণুপুরের রাজনৈতিক পরিস্থিতি।

সূত্রের খবর , বৃহস্পতিবার গঙ্গাজলঘাটির চয়নপুর এলাকায় বেশকিছু পোস্টার নজরে আসে স্থানীয় মানুষের। সেখানে লেখা রয়েছে, 'চোর সৌমিত্র খাঁ দুর হটাও'। কিন্তু কারা দিলো এই পোস্টার সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এই পোস্টার। অন্যদিকে বিজেপির অভিযোগ , এই পোস্টার তৃণমূল লাগিয়ে বিজেপির বদনাম করছে।

এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি হৃদয় মাধব দুবে জানান, "বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নামে যদি পোস্টার পড়েও থাকে তাতে কোনোভাবেই তৃণমূলের হাত থাকতে পারেনা। এইসব নোংরা রাজনীতি তৃণমূল করেনা। এটা তৃণমূলের চরিত্র নয়। এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে।"

এই প্রসঙ্গে গঙ্গাজলঘাটির বিজেপি ব্লক সভাপতি রাজু তিওয়ারি জানান, "গোষ্ঠীদ্বন্দ্ব হলে আগে কেন সামনে এলো না। হঠাৎই লোকসভা নির্বাচনের আগেই কেন এই পোস্টার বিতর্ক সামনে এলো। তৃণমূলের পায়ের তলার মাটি আলগা জেনেই এই কাজ করেছে। এইসব নোংরা রাজনীতি। এগুলোকে বিজেপি গুরুত্ব দেয় না।"

ভিডিয়ো

Kitchen accessories online