নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি - ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরে গিয়েছে পাকিস্তান। ৭৪ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। গোদের উপর বিষ ফোঁড়া পাক শিবিরে। একদিকে ইংল্যান্ডের কাছে হার। তার উপর চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বলের উপরেই পড়ে যান হ্যারিস রউফ। ডান পায়ের উরুতে চোট লাগে তার। পরে হ্যারিসের এমআরআই করা হয়। এমআরআই রিপোর্টে দেখা যায় তার উরুর পেশিতে গ্রেড ২ পর্যায়ের চোট লেগেছে। যার জন্য বেশ কয়েক দিনের বিশ্রাম দরকার।
হ্যারিসের চোটের প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘হ্যারিসের চোট খতিয়ে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল। গ্রেড ২ পর্যায়ের চোটের পরে কোনও ঝুঁকি নিতে চাইছে না পিসিবি। হ্যারিস লাহোরে যাবে। সেখানে জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব শুরু হবে ওর’।