নিজস্ব প্রতিনিধি, কলকাতা – করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। প্রধানত দুই ধরণের টিকা ব্যবহৃত হচ্ছে এই রাজ্যে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন। কিন্তু রাজ্যে পর্যাপ্ত পরিমানে কোভ্যাকসিনের অভাবে শুক্রবার থেকে শহরে বন্ধ হয়ে গেছে কো-ভ্যাকসিনের টিকাকরণ। বৃহস্পতিবারই কলকাতা পুরসভার পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমও একই কথা জানান।
শুক্রবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, “কো-ভ্যাকসিন রাজ্যের হাতে নেই। কলকাতা পুরসভা তাই এই টিকা দিতে পারছে না। এর ফলে বহু মানুষ সংকটে পড়েছেন। কিন্তু পুরসভা নিরুপায়”। ফিরহাদ হাকিম আরও বলেন,“কেন্দ্র কবে টিকা দেবে আমি জানি না। যদি শনিবার রাতে কো-ভ্যাকসিন দেয় তাহলে সোমবার সকাল থেকেই আমরা মানুষকে তা দিতে পারব”।
পাশাপাশি এবার থেকে কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্রগুলিতে টিকা নেওয়ার জন্য কুপন দেওয়া হবে জানিয়ে ফিরহাদ বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, কলকাতার যে ১৮ টি মেগা সেন্টার রয়েছে, সেখানে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত টিকা দেওয়া হয়ে গেলে পরের দিনের টিকার জন্য কুপন দিয়ে দেওয়া হবে। তবে সেই কুপনে ও জালিয়াতি হতে পারে। তাই যাদের কুপন ইস্যু করা হবে, তাদের অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড এবং সেগুলির ফটোকপি আনতে হবে। সেগুলিতে স্ট্যাম্প মেরে দেওয়া হবে।”
এছাড়াও পুরসভার এই ১৮টি মেগাসেন্টারের প্রত্যেকটিতে এবার থেকে পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে পুরপ্রশাসক বলেন, “এই প্রত্যেকটি মেগা সেন্টারে পুলিশ মোতায়েন থাকবে। থানাগুলিকে ওই সেন্টারগুলিতে পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরে বাকি যে ১৪৮ টি সেন্টার রয়েছে সেখানে যদি প্রয়োজন হয় তাহলে কুপন ইস্যু করা হবে। তবে আপাতত মেগা সেন্টারগুলোতে কুপন ইস্যু করা হবে”।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
রবিবার দশম রমজান