ভয় ধরাচ্ছে করোনা,শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন

এপ্রিল ১৪, ২০২১ বিকাল ০৬:৩২ IST
6076e53742f16_ec

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিধানসভা নির্বাচনী প্রচারের ফলে করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। করোনার বিধি-নিষেধ এবং মাস্ক ব্যবহার না করার ফলে ভয়াবহ রূপ ধারণ করছে পশ্চিমবঙ্গ। এই মর্মে একাধিকবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিছু রাজনৈতিক দলসহ চিকিৎসক সংগঠন।

বুধবার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন,  আগামী ১৬ এপ্রিল দুপুর দুটোয় সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসতে হবে নির্বাচন কমিশনকে।  নির্বাচন কমিশনের এই বৈঠকে বিশেষত  বিধানসভা ভোট আবহে করোনা সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হবে।

মুখ্য নির্বাচন আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছেন, করোনা নিয়মাবলী মেনে, প্রতিটি কেন্দ্র এবং রাজ্য স্তরের প্রতিটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে যোগদান করতে হবে বৈঠকে।

ভিডিয়ো

Kitchen accessories online