নিজস্ব প্রতিনিধি, হুগলীর - ভোটের মুখে এক নিন্দনীয় ঘটনা ঘটলো তারকেশ্বরের রামনগর এলাকায়। ভোটের ডিউটিতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করলো এক সিআরপিএফ জওয়ান। এমনই অভিযোগ ওঠে এলো। জানা গিয়েছে গতকাল রাত আটটা নাগাদ ওই নাবালিকা তার বন্ধুর বাড়ি বই আনতে যায়, তখনই ওই জওয়ান তার উপর চড়াও হয়। তার মুখ চেপে স্কুলের পাশের বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাবালিকাটি চিৎকার করাই স্থানীয়রা জড়ো হন ও ওই জাওয়ানকে জুতোপেটা করে।
খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ আসে। অভিযুক্তর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে উত্তেজিত স্থানীয়রা বিক্ষোভ দেখায়। এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।