নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - কোন অন্যায়ের কাছে যিনি বশ্যতা স্বীকার করেননি, তিনি হলেন ড: ভীমরাও রামজী আম্বেদকর। আজ ৬ই ডিসেম্বর ,প্রতিবছর স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা বঞ্চিত মানুষের মুক্তিযুদ্ধা ড:ভীমরাও আম্বেদকরের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপন হয়।সমগ্র ভারতবর্ষের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সংবিধান নির্মাতা,ভারতরত্ন, বাবা সাহেব ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১৩২তম প্রয়াণ দিবসে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ রঘুনাথপুর ড. বি. আর আম্বেদকর লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারে তার ১৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদার সহিত বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক প্রদান করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেছেন সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক কমল হালদার মহাশয়। সংবিধান বিষয়ক বিভিন্ন আলোচনার পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষক কমল বাবু জানিয়েছেন,এই মাল্যদানের পর ড. বি. আর আম্বেদকর লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টাররের সকলে একত্রিত হয়ে মোমবাতি প্রজ্জ্বলিত করে বাবা আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। পাশাপাশি বিকেল ছটা নাগাদ ৪০০ জন একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করবেন, ভারতীয় সংবিধান বিষয়ক বিভিন্ন তথ্য সেই শোভাযাত্রায় তুলে ধরা হবে। এছাড়াও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
জেনে নিন পেটের চর্বি কমানোর জন্য কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার