রাজ্যে দৈনিক সংক্রমণ ভাঙল গত বছরের রেকর্ড

এপ্রিল ১২, ২০২১ দুপুর ১০:৪৩ IST
6073ce44e1ee5_Screenshot_2021-04-12 হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, রেকর্ড ভেঙে রাজ্য়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত সর্বাধিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ভোটের মরশুমে রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ ভয় বাড়াছে রাজ্যবাসীর মনে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা গত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৪১৫৭, রবিবার সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৩৯৮-এ। সুস্থতার হার ক্রমেই নিম্নমুখী হচ্ছে। আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।  

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতে এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থতার হার ৯৪.৪১%।  

স্বাস্থ্যদপ্তর সুত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। নতুন করে এই শহরে করোনা আক্রান্ত হয়েছেন ১১০৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা আক্রান্ত হয়েছেন ১০৪৭ জন। দক্ষিণ ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। হাওড়া এবং হুগলিতে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন যথাক্রমে ২৯৩ এবং ২১০ জন। বীরভূমে সংখ্যাটা ২৮২। পশ্চিম বর্ধমানে আক্রান্তের সংখ্যা ২০৭, মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ২০৩ জন। নদিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১১ জন। ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮২ জন, বাঁকুড়ায় ৫৭ জন এবং কোচবিহারে ১০ জন। 

ভিডিয়ো

Kitchen accessories online