নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - আধুনিকতার যুগেও ফের প্রকাশ্যে এলো মধ্যযুগীয় বর্বরতা। ডাইনি সন্দেহে ৭৫ বছরের এক বৃদ্ধাকে মারধর ও খুনের হুমকির অভিযোগ উঠল পুরুলিয়ার কোটশিলা থানার ভুড়সু গ্রামে। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশকে জানানোর পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই বৃদ্ধা।
সূত্রের খবর , পুরুলিয়ার কোটশিলা থানার ভুড়সু গ্রামের বাসিন্দা নবীনচন্দ্র কুমার। তার ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করতে চাইছে কিছু মাতব্বর। এমনকি মারধর ও খুনের হুমকিও দিয়েছে তারা। এই ঘটনায় নবীনচন্দ্র কুমার ও গ্রামের আরও ৪ বাসিন্দা কোটশিলা থানাতে জানায়।
কিন্তু তাদের অভিযোগ নেয়নি পুলিশ। সেই কারণে এদিন বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সম্পাদক মধুসূদন মাহাতোর সঙ্গে যোগাযোগ করেন নবীনচন্দ্র কুমার। তার পরে মধুসূদন মাহাতোর সহযোগিতায় পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
এপ্রসঙ্গে নবীনচন্দ্র কুমার বলেন,'গত পাঁচই জুলাই আমার মাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করে , এমনকি খুন করারও হুমকি দেয়। ওই গ্রামের বাসিন্দা চার জনের নামে অভিযোগ বিষয়টি নিয়ে আমরা কোটশিলা থানাতে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে আমাদের এই হুমকি দিচ্ছে ওরা। তাই আজ বাধ্য হয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সম্পাদক মধুসূদন মাহাতোর সহযোগিতায় পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির কাছে মাকে নিয়ে এসে অভিযোগ করলাম। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। যেভাবে হুমকি দেওয়া হয়েছে। আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক'।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে