‘সুকান্ত মজুমদার রাগ গুজরাতের সংস্কৃতি আমদানি করতে চাইছে’, ডান্ডা প্রসঙ্গে তোপ ফিরহাদের

আগস্ট ১৭, ২০২২ বিকাল ০৭:৪৯ IST
62fceb66d01e3_IMG_20220817_185000

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিভিন্ন দূর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানে ডাক দিয়েছে বিজেপি শিবির।এবার সেই দিনের মিছিলে কর্মীদের ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখার নিদান দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এবার সেই ডান্ডা রাখার প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন,'আমাদের সংস্কৃতি ডান্ডা নয়। আমাদের সংস্কৃতি ভাতৃত্বের সবাইকে নিয়ে একসঙ্গে চলার। আমাদের সংস্কৃতি মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। সুকান্ত মজুমদার রাগ গুজরাতের সংস্কৃতি আমদানি করতে চাইছে। ওরা ডান্ডার সংস্কৃতিতে বিশ্বাসী। বাংলার মানুষ এটা পছন্দ করেনা বলেই বিজেপি কোনদিন এরা যে ক্ষমতায় আসতে পারবে না।'

তিনি আরও জানিয়েছেন,'শহরে মাঝেমধ্যে দুই একটা আগুন লাগার ঘটনা ঘটে। দমকল আছে পুলিশ প্রশাসন আছে তারা বিষয়টা দেখবে। আমাদের রাজ্যে ডিজিটাল সিস্টেম চালু হয়েছে।এখন আর জাবদা খাতা পাহাড় প্রমাণ কাগজপত্র প্রয়োজন পরে না।। রাজ্যের সমস্ত বিভাগ থেকে শুরু করে সর্বত্রই এখন ডিজিটালাইজেশনের অগ্রগতি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।'

ভিডিয়ো

Kitchen accessories online