নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - করোনায় মৃত্যু হল শামসেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। বৃহস্পতিবার ভোরে কলকাতার এক নামকরা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের তরফ থেকে জানানো হয়, গত কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। তবে জ্বর সেরকম আসেনি বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে।
জানা গেছে, গত কিছুদিন ধরেই সর্দি-কাশি থাকলেও জ্বর আসেনি কংগ্রেস প্রার্থীর। বুধবার সকাল থেকে আচমকাই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তারপরই তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা টেস্ট করানো হয় রেজাউলের। রিপোর্ট পজিটিভ এলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ক্রমশ শারীরিক অবনতি হতে থাকে প্রার্থীর। সকাল ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর।