করোনার কোপে মৃত্যু কল্যাণী-রানাঘাটের তথ্য ও সংস্কৃতি আধিকারিকের

এপ্রিল ২৭, ২০২১ রাত ০৮:০৫ IST
60881e3b55b46_Sambhunath

নিজস্ব প্রতিনিধি, নদীয়া - দেশজুড়ে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার। ২৪ ঘন্টায় করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে সর্বাধিক মৃত্যু পশ্চিমবঙ্গে। করোনা সংক্রমণ প্রাণ কাড়ল ৫৯ বছর বয়সী কল্যাণী ও রানাঘাটের তথ্য ও সংস্কৃতি আধিকারিক শম্ভু বিশ্বাসের।

১৭ এপ্রিল কল্যাণীর ভোটে মিডিয়া সেলের দায়িত্ব পালন করেন শম্ভু বিশ্বাস। তার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। উপসর্গ দেখা যাওয়ায় করোনা পরীক্ষা করলে জানা যায় তিনি কোভিড পজিটিভ।

করোনা আক্রান্ত হওয়ায় শম্ভু বিশ্বাস কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে সোমবার সকাল থেকেই অবস্থা আশঙ্কাজনক হয়। অবশেষে মঙ্গলবার সকালে মৃত্যুর সঙ্গে লড়াই শেষ হয় শম্ভু বিশ্বাসের।

ভিডিয়ো

Kitchen accessories online