নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - ভোট প্রচারে সরগরম রাজনৈতিক মহল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে জোড়া সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের জনসভার পর চন্দ্রকোনা জনসভায় যোগদান করেন। আসন্ন নির্বাচনে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ ধারার সমর্থনে ভোট প্রচার করেন তিনি। জনসভায় উপস্থিত ছিলেন অরূপ ধারা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা।