নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - দুর্ঘটনার কবলে দীঘা রুটের একটি যাত্রীবাহী বাস। কলকাতা থেকে দীঘার যাওয়ার পথে বাসের টায়ার ফেটে ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নয়ানজুলিতে। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের রামনগরের ঠিকরার কাছে। আহত ১৫ জন যাত্রী। সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর , একটি যাত্রীবাহী বাস কলকাতা থেকে দীঘার যাওয়ার পথে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব মেদিনীপুরের রামগড়ের ঠিকরা মোড়ে নয়ানজুলিতে আচমকায় পাঁচিল ভেঙে প্রায় অর্ধেক গড়িয়ে পড়ে যায়। আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা। বাসে থাকা ১৫ জন যাত্রীকেই দীঘা রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১জন যাত্রীকে কাঁথী হাসপাতালে পাঠানো হয়। আপাতত জানা যাচ্ছে, ৪ জন যাত্রী গুরুতরভাবে আহত।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, "দীঘা রুটেরই একটি বাস কলকাতা থেকে দীঘার দিকে যাচ্ছিল। আমরা সেইসময় পেট্রল পাম্পেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই বাসটি ঠিকড়া মোড়ে ঘুরে গিয়ে পাঁচিল ভেঙে পুকুরে অর্ধেকটা পরে যায়। বাসে ১০-১২ জন মতো যাত্রী ছিল সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ৭-৮ জন আহত হয়েছে। ৪ জন গুরুতর আহত হয়েছে।