নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের খ্যাতনামা অভিনেত্রী তথা সকালের ড্রিম গার্ল দীপিকার পোস্টকে ঘিরে প্রবল জল্পনা দর্শক মহলে l দীপিকার করা ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে তার হাবি রণবীর সিংয়ের করা মিষ্টি আবদার ভরা কমেন্টটি তাদের সকল অনুরাগীদের মন কেড়েছে l অবশ্য এখনও পর্যন্ত রণবীর তার মাস্তানি দীপিকার কাছ থেকে এরকোনো প্রত্যুত্তর পাননি।
বিখ্যাত খেলোয়াড় প্রকাশ পাডুকোনের কন্যা দীপিকা পাডুকোন প্রথম ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে "রাব নে বানাদি জোড়ি" এই সিনেমার মাধ্যমে বলিউডে তার ডেবিউ করেন l তারপরে তারা অভিনয়ের জাদু দিয়ে বলিউডে একের পর এক বিগ ব্যানারের সিনেমা করে তিনি হলিউডেও তার আসর জমান l তারপর ২০১৮ সালে তিনি বলিউডের ফ্যাশন আইকন রানবীর সিংকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেন l
জনপ্রিয় তারকা দীপিকা প্রায়শই সোশ্যাল মিডিয়াতে তার ভিন্নমত রকম কার্যকলাপের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন l কিন্তু এদিন তার করা ইনস্টাগ্রাম পোষ্টটি যেনো অন্যদিনের তুলনায় একটু আলাদা l তিনি সেখানে অল্প সময়ের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তার মুখে একফালি রোদ এসে পরেছে l তার নিচেই পর্দাতে ফুটে উঠেছে একটি লেখা l যেখানে লেখা আছে , “এ বার পূর্ব দিকে তাকানোর সময় এসেছে।” পোস্টের ক্যাপশনে লেখা আছে , ‘স্টে টিউনড’ অর্থাৎ নজর রাখুন।
শুধুমাত্র এই লেখাটিই নয় তার থেকে বেশি যেটা সকালের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হল ভিডিওর নিচে তার স্বামী রণবীরের করা একটি মন্তব্য l মন্তব্যেরটিতে আবদারের সুরে রণবীর তার স্ত্রী দীপিকার উদ্দেশে লিখেছেন , “এ বার আমাকে একটা চুমু খাওয়ার সময় এসেছে।” মন্তব্যেটিকে ঘিরে নেটিজেনদের মধ্যে চরম আগ্রহের সৃষ্টি হয়েছে l দীপিকার প্রতি তাঁর ভালোবাসার কথা বরাবর গলা বাজিয়েই বলে এসেছেন রণবীর। তবে এখনও পর্যন্ত দীপিকা অবশ্য এই আবদারের কোনও জবাব দেননি l
পোস্টটিকে গিয়ে সমালোচকদের মধ্যে নারাণ জল্পনা তৈরি হয়েছে অনুরাগীদের একাংশ দীপিকার করা পোস্টের পিছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলছে তিনি হয়তো কোনও পোশাকের ব্র্যান্ড খোলার পরিকল্পনাতে আছেন l কেউ কেউ আবার দীপিকার পোস্টের মধ্যে রণবীরের বক্তব্য নিয়ে সমালোচনা করছেন l যেখানে কারোর মতে তিনি হয়তো সর্বসমক্ষে স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করতে গিয়ে একটু মাত্রা ছাড়িয়ে গেছেন l আবার কারো কারো মতে ভালবাসলে এভাবেই প্রকাশ্যে বলতে হয় l
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
সত্যিই কি অন্তঃসত্ত্বা? নাকি প্রোফাইল হ্যাক, জানালেন ঋতাভরী
মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে মিমি চক্রবর্তীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা
ব্যক্তিগত জীবন হোক অথবা বিতর্ক সব ক্ষেত্রেই কারান জোহরকে নিয়ে চর্চার অন্ত নেই
মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৮ বছর
রোম সাম্রাজ্যের ইতিহাসে তিনজন অত্যাচারী সম্রাটের নাম পাওয়া যায় নিরো, ক্যালিগুলা ও কমোডাস
২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিবাহ করেন পরীমণি
বিরাট কোহলিকেও সোশ্যাল মিডিয়ায় শুভকে আনফলো করেছেন শুভনীত সিং
সেখানে ২২ তলার একটি অভিজাত আবাসন গড়ে তোলা হবে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার শো স্টপার ছিলেন মিসেস লাইশরাম
আদালতে নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন আলিয়া
মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই সিনেমা
বলিউডের মতো দক্ষিণী ইন্ড্রাস্ট্রির নামী তারকারা তাদের বাড়ি বিনায়কের পুজো করেছেন
দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল মিরা