প্রকাশ্যেই চুমু চাই , দীপিকার জন্য রণবীরকে পোস্ট ঘিরে হুলস্থুল কান্ড

নভেম্বর ১১, ২০২২ দুপুর ১০:১৭ IST
636d46e62a9c9_20221111_001522

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের খ্যাতনামা অভিনেত্রী তথা সকালের ড্রিম গার্ল দীপিকার পোস্টকে ঘিরে প্রবল জল্পনা দর্শক মহলে l দীপিকার করা ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে তার হাবি রণবীর সিংয়ের করা মিষ্টি আবদার ভরা কমেন্টটি তাদের সকল অনুরাগীদের মন কেড়েছে l অবশ্য এখনও পর্যন্ত রণবীর তার মাস্তানি দীপিকার কাছ থেকে এরকোনো প্রত্যুত্তর পাননি।

বিখ্যাত খেলোয়াড় প্রকাশ পাডুকোনের কন্যা দীপিকা পাডুকোন প্রথম ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে "রাব নে বানাদি জোড়ি" এই সিনেমার মাধ্যমে বলিউডে তার ডেবিউ করেন l তারপরে তারা অভিনয়ের জাদু দিয়ে বলিউডে একের পর এক বিগ ব্যানারের সিনেমা করে তিনি হলিউডেও তার আসর জমান l তারপর ২০১৮ সালে তিনি বলিউডের ফ্যাশন আইকন রানবীর সিংকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেন l

জনপ্রিয় তারকা দীপিকা প্রায়শই সোশ্যাল মিডিয়াতে তার ভিন্নমত রকম কার্যকলাপের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন l কিন্তু এদিন তার করা ইনস্টাগ্রাম পোষ্টটি যেনো অন্যদিনের তুলনায় একটু আলাদা l তিনি সেখানে অল্প সময়ের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তার মুখে একফালি রোদ এসে পরেছে l তার নিচেই পর্দাতে ফুটে উঠেছে একটি লেখা l যেখানে লেখা আছে ,  “এ বার পূর্ব দিকে তাকানোর সময় এসেছে।” পোস্টের ক্যাপশনে লেখা আছে , ‘স্টে টিউনড’ অর্থাৎ নজর রাখুন।

শুধুমাত্র এই লেখাটিই নয় তার থেকে বেশি যেটা সকালের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হল ভিডিওর নিচে তার স্বামী রণবীরের করা একটি মন্তব্য l মন্তব্যেরটিতে আবদারের সুরে রণবীর তার স্ত্রী দীপিকার উদ্দেশে লিখেছেন , “এ বার আমাকে একটা চুমু খাওয়ার সময় এসেছে।” মন্তব্যেটিকে ঘিরে নেটিজেনদের মধ্যে চরম আগ্রহের সৃষ্টি হয়েছে l দীপিকার প্রতি তাঁর ভালোবাসার কথা বরাবর গলা বাজিয়েই বলে এসেছেন রণবীর। তবে এখনও পর্যন্ত দীপিকা অবশ্য এই আবদারের কোনও জবাব দেননি l

পোস্টটিকে গিয়ে সমালোচকদের মধ্যে নারাণ জল্পনা তৈরি হয়েছে অনুরাগীদের একাংশ দীপিকার করা পোস্টের পিছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলছে তিনি হয়তো কোনও পোশাকের ব্র্যান্ড খোলার পরিকল্পনাতে আছেন l কেউ কেউ আবার দীপিকার পোস্টের মধ্যে রণবীরের বক্তব্য নিয়ে সমালোচনা করছেন l যেখানে কারোর মতে তিনি হয়তো সর্বসমক্ষে স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করতে গিয়ে একটু মাত্রা ছাড়িয়ে গেছেন l আবার কারো কারো মতে ভালবাসলে এভাবেই প্রকাশ্যে বলতে হয় l

আরও পড়ুন

জওয়ানের বিশেষ শোয়ের মাধ্যমে শাহরুখের বাবাকে উৎসর্গ
সেপ্টেম্বর ২২, ২০২৩

শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়

ভারত আমারও দেশ, আমি এদেশে জন্মেছি, মানচিত্র বিকৃতির পর ইনস্টাগ্রামে পোস্ট কানাডিয়ান-পাঞ্জাবি গায়ক শুভনীত সিংয়ের
সেপ্টেম্বর ২২, ২০২৩

একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক

অন্তঃসত্ত্বা ঋতাভরী! অভিনেত্রীর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
সেপ্টেম্বর ২১, ২০২৩

সত্যিই কি অন্তঃসত্ত্বা? নাকি প্রোফাইল হ্যাক, জানালেন ঋতাভরী

মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন মিমি চক্রবর্তীর
সেপ্টেম্বর ২১, ২০২৩

মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে মিমি চক্রবর্তীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

প্রাক্তন প্রেমিক এখনও আমার পরিবারের অংশ, সোজাসাপটা জবাব কারান জোহরের
সেপ্টেম্বর ২১, ২০২৩

ব্যক্তিগত জীবন হোক অথবা বিতর্ক সব ক্ষেত্রেই কারান জোহরকে নিয়ে চর্চার অন্ত নেই

প্রয়াত থ্রি ইডিয়েটসের দুবে স্যার
সেপ্টেম্বর ২১, ২০২৩

মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৮ বছর

শোভাবাজার প্রতিবিম্বর কমোডাস ও অনির্বাণের স্মারক সম্মান
সেপ্টেম্বর ২০, ২০২৩

রোম সাম্রাজ্যের ইতিহাসে তিনজন অত্যাচারী সম্রাটের নাম পাওয়া যায় নিরো, ক্যালিগুলা ও কমোডাস

পাকাপাকি ভাবে সম্পর্ক বিচ্ছেদ! রাজকে ডির্ভোসের নোটিস পাঠালেন পরীমণি
সেপ্টেম্বর ২০, ২০২৩

২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিবাহ করেন পরীমণি

ভারতে এসে উপার্জন করে ভারতেরই বিকৃত মানচিত্র পোস্ট! সমস্ত শো বাতিল কানাডিয়ান-পাঞ্জাবি গায়ক শুভনীত সিং
সেপ্টেম্বর ২০, ২০২৩

বিরাট কোহলিকেও সোশ্যাল মিডিয়ায় শুভকে আনফলো করেছেন শুভনীত সিং

৪০০ কোটি টাকায় বিক্রি অভিনেতা দেবানন্দের বাংলো
সেপ্টেম্বর ২০, ২০২৩

সেখানে ২২ তলার একটি অভিজাত আবাসন গড়ে তোলা হবে 

ফ্যাশন শোতে অংশ নেওয়ায় ৩ বছরের জন্য সিনেমা থেকে ব্যান মণিপুরী অভিনেত্রী সোমা লাইশরামকে
সেপ্টেম্বর ২০, ২০২৩

নয়াদিল্লিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার শো স্টপার ছিলেন মিসেস লাইশরাম

নাবালিকা নিগ্রহ মামলায় ক্লিনচিট পেলেন অভিনেতা নওয়াজউদ্দীন
সেপ্টেম্বর ২০, ২০২৩

আদালতে নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন আলিয়া

ফের চমক রাজামৌলির, গণেশ চতুর্থীতে রিলিজ মেড ইন ইন্ডিয়ার মোশন পোস্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৩

মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই সিনেমা

কেমন ভাবে গণেশ চতুর্থী পালন করলেন দক্ষিণী তারকারা?
সেপ্টেম্বর ১৯, ২০২৩

বলিউডের মতো দক্ষিণী ইন্ড্রাস্ট্রির নামী তারকারা তাদের বাড়ি বিনায়কের পুজো করেছেন

রহস্যজনক মৃত্যু অভিনেতা বিজয় অ্যান্টনির ১৬ বছরের মেয়ের
সেপ্টেম্বর ১৯, ২০২৩

দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল মিরা

ভিডিয়ো

Kitchen accessories online