নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ২০১১ সালে খুন হয়েছিলেন বালির তৃণমূল নেতা তপন দত্ত।দীর্ঘ ১১ বছর পর বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সময় সিআইডির প্রথম চার্জশিটে রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ একাধিক নেতার নাম ছিল।কিন্তু পরে নয়জনের নাম বাদ দেওয়া হয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১১ সালে মে মাসে বালির তৃণমূল নেতা তপন দত্ত খুন হয়েছিলেন।জলাজমি ভরাটে বাধা দেওয়াতেই খুন হতে হয়েছিল তাকে।২০১১ সালের ৩০ আগস্ট সিআইডি মামলার প্রথম চার্জশিট পেশ হয়েছিল সেখানে অরূপ রায়-সহ একাধিক নেতার নাম ছিল।কিন্তু পরে নয়জনের নাম বাদ দেওয়া হয়েছিল।কিন্তু দীর্ঘদিন এই মামলার একাধিক শুনানির পর দীর্ঘ ১১ বছর পর বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এই ঘটনায় তপন দত্তের স্ত্রী জানিয়েছেন,"আমি এত বছর পর প্রশাসনের মুখে থাপ্পড় মারতে পেরেছি।আমাদের মত সাধারণ মানুষের পয়সা নিয়ে দিনের পর দিন তারা এই তদন্ত করেছে।আজ আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কে দেবে?আমি তাদের থাপ্পড় মারতে পেরেই খুব খুশি।"
এপ্রসঙ্গে তপন দত্ত পক্ষের আইনজীবী জানিয়েছেন,"আদালতের হাত অনেক লম্বা। আজ এই লড়াইয়ের একটা ধাপ আমরা জয়যুক্ত হয়েছি।আমরা চাই প্রকৃত দোষীরা গ্রেফতার হোক।সিবিআই তদন্ত করুক।নির্দেশে পরিষ্কার বলা হয়েছে প্রশিকিউশান ট্রান্সফার করে দেওয়া হয়েছে সিবিআইএর কাছে।অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী এর যে পুনরায় যে শুনানি যেটা করতে হবে সেটা সিবিআই প্রশিকিউশান করবে অর্থাৎ এটা হাওড়া আদালতে হবে না। এটা সিবিআই স্পেশাল কোর্টে হবে।এই মুহূর্ত থেকে এই মামলার সমস্ত রেকর্ড সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।"
পুরনো দিয়ে ঘর সাজান নতুন করে
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে