নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - অবশেষে দীর্ঘ ২ মাস সংগ্রামের অবসান। প্রাণপণে চলে গেল চিকিৎসারত হাতিটি। শুক্রবার সকালে বামনডাঙ্গায় নাথুয়ার জঙ্গলে অসুস্থ অবস্থায় পরে থাকতে থাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো হাতিটি। মৃত হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার গভীর রাতেই মাকনাটি মৃত্যুর কোলে ঢলে পরে। শুক্রবার মৃতদেহের ময়নাতদন্তের পর জঙ্গলের ভেতরেই শেষকৃত্য সম্পন্ন হয়। হাতিটির পেটের নীচে ও ডান পায়ে ক্ষত ছিল। পেছনের ডান পায়ের হাড়ের অবস্থানগত বিচ্যুতির কারণে প্রায় ৪ কুইন্টাল ওজনের বুনোটি অন্য পায়ের ওপর ভর দিতে বাধ্য হওয়ায় সেই পায়েও ধীরে ধীরে ক্ষত তৈরি হয়।
যদিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা একাধিক অভিযোগ করেন।তাদের দাবি , অসুস্থ হাতিটিকে বেশ কিছু মাস আশপাশের বাসিন্দারা নিয়মিত খাবার প্রদান করতেন, সেই সঙ্গে হাতিটির একটি সঙ্গীও তাকে দেখতে আসতেন।
মূলত ,সংবাদ মাধ্যম হাতির করুণাময় পরিস্থিতি সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার পরই হাতির চিকিৎসা শুরু হয়েছিল।হাতির অবস্থা যখন অতি আশঙ্কাজনক ছিল ঠিক সেই সময় বন দফতর বিভাগ হাতিটিকে দেখতে আসতেন।
যদিও এই বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও বিকাশ ভি জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হাতিটিকে অসুস্থ অবস্থায় চিহ্নিত করার পর থেকেই তার চিকিৎসায় কোনও খামতি রাখা হয়নি।
প্রসঙ্গত , গত বছরের নভেম্বরের ২২-২৩ তারিখ থেকে হাতিটি অসুস্থ অবস্থায় ছিল। এরপর নিজে নিজেই ডায়না রেঞ্জের জঙ্গল ধরে বামনডাঙ্গা চা বাগানের দিকে চলে যায়,ঠাঁই নেয় নাথুয়া রেঞ্জের জঙ্গলে। এরপরই গত ২৯ ডিসেম্বর অজ্ঞান না করেই কুনকি হাতির প্রহরায় দফায় দফায় ড্রেসিং হয় হাতিটির।
মূত্র ত্যাগ করতে না পারার সমস্যাটি চিহ্নিত হওয়ার পর ব্যবস্থা করা হয় ক্যাথিটারেরও। তবে সময়ের সঙ্গে সঙ্গে মাকনাটির সেরে ওঠার আশা কার্যত শেষ হয়ে যায়। এক সময় কুনকি ও আর্থ মুভারের সাহায্যে হাতিটিকে পাশ ফিরিয়েও দেওয়া হয়েছিল যাতে নতুন করে শরীরে বেড সোর জাতীয় কোনও ক্ষত তৈরি না হয়। সেই মত বৃহস্পতিবার চিকিৎসকরা হাতিটিকে এসে দেখে যান। তবে গত দু’দিন ধরে হাতিটি খাওয়া-দাওয়া সম্পূর্ণ ছেড়ে দেওয়ায় হাতিটি মারা যায়।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর