দীর্ঘ ৪ বছর পর গৃহবন্দি থেকে মুক্তি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ফারুক

সেপ্টেম্বর ২২, ২০২৩ দুপুর ০৩:৪৬ IST
650d6926cea23_WhatsApp Image 2023-09-22 at 15.44.46

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – দীর্ঘ ৪ বছর ধরে গৃহবন্দি ছিলেন কাশ্মীরের কুখ্যাত বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের নেতা মিরওয়াইজ উমর ফারুক। ৪ বছর পর গৃহবন্দি থেকে মুক্তি পেলেন তিনি। শুক্রবার শ্রীনগরের বিখ্যাত জামা মসজিদের নামাজে যোগ দেবেন মিরওয়াইজ উমর ফারুক।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ। এমনকি বিজেপি নেত্রী দারাখশন আন্দরাবি মিরওয়াইজের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যাদের ধর্ম নিয়ে প্রজ্ঞা, তাদের উপর কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর কপিরাইট থাকে না’।  

গত সপ্তাহে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ফারুকের মুক্তির আবেদন খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিল জম্মু কাশ্মীর হাইকোর্ট। অবশেষে বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গৃহবন্দি ছিলেন হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুক।

ভিডিয়ো

Kitchen accessories online