নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে দাপট অব্যাহত ভারতীয়দের। দীর্ঘ ৪৫ বছরের খরা কাটিয়ে এশিয়ান গেমসে লংজাম্প থেকে রুপো এল ভারতের ঝুলিতে। শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে। সেবার সোনা জিতেছিলেন সুরেশ বাবু। রবিবার এশিয়ান গেমসে লংজাম্পে রুপো জিতলেন মুলরী শ্রীশঙ্কর। তিনি ৮.১৯ মিটার লাফিয়েছেন।