দীর্ঘ ৪৫ বছরের খরা কাটল, এশিয়ান গেমসে লংজাম্পে রুপো জয় শ্রীশঙ্করের

অক্টোবর ০১, ২০২৩ রাত ১০:১৯ IST
6519a2c8d4dca_WhatsApp Image 2023-10-01 at 22.17.48_93c1255a

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে দাপট অব্যাহত ভারতীয়দের। দীর্ঘ ৪৫ বছরের খরা কাটিয়ে এশিয়ান গেমসে লংজাম্প থেকে রুপো এল ভারতের ঝুলিতে। শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে। সেবার সোনা জিতেছিলেন সুরেশ বাবু। রবিবার এশিয়ান গেমসে লংজাম্পে রুপো জিতলেন মুলরী শ্রীশঙ্কর। তিনি ৮.১৯ মিটার লাফিয়েছেন।


 

ভিডিয়ো

Kitchen accessories online